বরিশালে নারী ও শিশু নির্যাতনের মামলা নিয়ে পুলিশের গড়িমসি
- আপডেট সময় : ০৪:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ ৯১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার || নগরীর রসূলপুর ৯ নম্বর ওয়ার্ডের চিন্হিত মাদকসেবি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত সিরাজের মারধরে আহত মা ও শিশু ভুগছে নিরাপত্তাহীনতায়। গত ৯ তারিখ সোমবার বিকেলে রাজু হাওলাদারের স্ত্রী রাবেয়া ( ৩০) ও ছোট্ট শিশু রাব্বি (১০) কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রচণ্ড মারধর করে সিরাজ, তার ভাই মিরাজ ও তার বাবা জামাল।
এসময় রাবেয়াকে যৌন নিপিড়ন ও শ্লীলতাহানি করার অভিযোগ করেছেন ভুক্তভোগী ।
রাবেয়া অভিযোগে বলেন ‘ সন্ত্রাসী সিরাজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে ও আমার শিশুকে মারধর করেছে।
কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিলে কর্তব্যরত পুলিশ এ এস আই মাহবুব মামলা না নিয়ে সন্ত্রাসীদের পক্ষে সাফাই গান। এবং মামলা না করে ঘটনাটি আপোষ মিমাংসার জন্য চাপ দেন । পুলিশ কর্মকর্তার এমন আচরণে আমরা হতাশ। আমরা কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছি। ‘
‘
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে জানতে ফোন দিলে তিনি রিসিভ করেননি।