গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে সংঘর্ষ আহত ২
- আপডেট সময় : ০৮:৩০:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০ ৯৫ বার পড়া হয়েছে
এম এ কাশেম, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা বাঘের বাজার এলাকার ফরমুসা পলিকটন টেক্সটাইল বিডি লিমিটেড কারখানার ঝুট ব্যবসার দখল নিয়ে সংঘর্ষে হয় এতে ২ জন আহত হয়েছে। ৭ মার্চ শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঝুট ব্যবসায়ী আশরাফুল ও ছাত্রলীগ নেতা সাদিকুল ইসলামের গ্রপের মধ্যে এ সংঘর্ষ হয়। এসময় ফরমুছার ডিডার আশরাফুল এবং এক ট্রাক চালক আহত হয়। এ ঘটনায় কারখানার সামনে শিল্প ও জয়দেবপুর থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কারখানার নির্বাহী পরিচালক খন্দকার খোরশেদ আলম অভিযোগ করে বলেন,
গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজের লোকজন কারখানার মালবোঝাই একটি ট্রাক কারখানার সামনে আসলে ট্রাক থামিয়ে অর্তকিতভাবে চালকের উপর অতর্কিত ভাবে হামলা করে । এ সময় আমাদের কারখানার ওয়েসটেস ডিডার আশরাফুল এগিয়ে আসলে তার উপর হামলা চালায়। এতে আশরাফুলের মাথায় আঘাত করলে তার মাথা ফেঁটে যায়। ট্রাক চালকও আহত হয়েছে। তিনি বর্তমানে কারখানার পরিচালক হয়ে চরম নিরাপত্তাহীমতায় আছেন বলে জানান।
শিল্প পুলিশ হোতাপাড়া ক্যাম্পের অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে কারখানার নিরাপত্তা দিতে এসেছি । কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাদের রিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।