গ্রন্থমেলায় শিশুতোষ বই ‘রাতুল ও তার বন্ধুরা’
- আপডেট সময় : ০৯:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে
ফিচার ও সাহিত্য ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে আবুল কালাম রহমানের প্রথম শিশুতোষ বই ‘রাতুল ও তার বন্ধুরা’ শ.ই. মামুনের আঁকা প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। ছয়টি গল্প সংবলিত শিশুতোষ গল্পের বইটির মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা।
বইটি মেলায় সোহরাওয়ার্দী উদ্যানের দাঁড়িকমা প্রকাশনীর ৬৯৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।এছাড়াও অনলাইন বুক শপ রকমারি। বই বাজার থেকেও সংগ্রহ করা যাবে।
ছেলেবেলায় অমনোযোগী ছাত্রকে কিভাবে গল্পের আদলে বইমুখী করা যায় এবং শৈশবের স্মৃতিগুলো গল্পের আদলে ফুটিয়ে তুলেছেন লেখক। শিশুকে শৈশব থেকে নিরহংকারী করতে গল্পের ছলে চরিত্র গঠনে ভূমিকা রাখবে বইটি।
আবুল কালাম রহমান ১৯৮৮ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জের বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আট ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। বর্তমানে আফ্রিকার সিসেলসে কর্মরত আছেন।তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় লেখালেখি করেন।