সংবাদ শিরোনাম :
তবুও সামাজিক আমি – হাফিজুর রহমান শফিক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে

তবুও সামাজিক আমি..
হাফিজুর রহমান শফিক||
সমাজের একখণ্ড নিদারুণ নিষ্ঠুর বাস্তবতা আমি
সময়ের মাঝে অসময়,
মানুষ নামের হায়েনার হিংস্রতায়
ছিন্নভিন্ন জীবন্ত লাশ তবুও সামাজিক আমি।
বিশ্বাসের মাঝে অবিশ্বাসী ভাইরাসে
নীলাদ্রি নীল দেহ তবুও ভীষণ সামাজিক আমি,
মাঝে মাঝে আর্তচিৎকারে হৃদয় কম্পিত হয়
ভীষণ বিদঘুটে কষ্টে,
তবুও আমি বেজায় সামাজিক।
ঘর সংসারে অসংখ্য হাহাকার
কি সে হাহাকার?
সেটাই খুঁজে পাইনা আমি যন্ত্রণার মাঝে, তবুও আমি বেজায় সামাজিক।
সবটুকু জুড়ে হাহাকার এক মায়াবী তুমিতে, কষ্টের ঘোরে আমার মাঝে সেই আমিটা হারিয়ে খুঁজি তুুুমি নামক এক মায়াবী ডাইনীতে,
তবুও আমি বেজায় সামাজিক।