পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন
- আপডেট সময় : ০২:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ ৭৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে ট্রেনটির পাওয়ার কার ক্ষতিগ্রস্ত হলেও যাত্রী ও ট্রেনের স্টাফদের কোনও ক্ষতি হয়নি।
ঢাকা থেকে সিলেটগামী এই ট্রেনটি আজ সকাল সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছার পরই আগুন চোখে পড়ে। এরপরই স্টেশনের অগ্নি নির্বাপন ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি দমকল বাহিনীকে ৯৯৯ এ খবর দেওয়া হয়।
ট্রেনটির একজন ইলেকট্রিক অপারেটর রিয়াজ আহমেদ প্রথম আগুন প্রত্যক্ষ করেন। এরপর আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। রিয়াজ জানান, পাওয়ার কারের দুই নম্বর ট্রলির নিচে আগুন লাগে। তেলের টাঙ্কি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ট্রেনের পরিচালক আতাউর রহমান আরটিভি অনলাইনকে জানান, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসার পরই আগুন দেখতে পান তারা। এরপরই ওই পাওয়ার কার থেকে পেছনের ও সামনের বগিগুলো দ্রুত বিচ্ছিন্ন করে ফেলেন।
ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. শোয়েব আরটিভি অনলাইনকে জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসার কিছুক্ষণ পরই পাওয়ার কারে আগুন লাগার খবর পান। এরপরই স্টেশনে থাকা ১৫-২০টি ফায়ার বক্স এবং পানি ঢেলে নিজেরা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি জরুরি খবর দেয়া হয় দমকল বাহিনীকে। এরপর দমকলবাহিনী এসে আধ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। পরে পাওয়ার কারটি রেখে ট্রেনটি সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করে।