সংবাদ শিরোনাম :
নিপসমে পিঠা উৎসব অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০ ৭৭ বার পড়া হয়েছে
সকালের সংবাদঃ
মাঘ মাসের শীতকে রাঙ্গাতে উৎসবে হারিয়ে যাওয়া পিঠা থেকে শুরু করে বিভিন্ন পিঠা প্রদর্শিত হয়। পিঠা উৎসবেব আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান(নিপসম) এর পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ। পিঠা উৎসব দেখতে শত শত ছাত্র-ছাত্রী ও অভিভাবক নিপসম প্রাঙ্গনে বিভিন্ন স্টলে জড়ো হন। পিঠা উৎসব আয়োজনে বর্ণিল ৪২ (এমপিএইচ ব্যাচ -২০২৯-২০২০)। নিপসমের কমিউনিটি নিউট্রিশনের ছাত্র প্রমিত বণিক বলেন, দেশের সেরা চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে আমাদের সব কিছুতেই ব্যতিক্রম কিছু করার প্রত্যয় থাকে । এবারের পিঠা উৎসব আয়োজন নিপসমে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করি।