দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
- আপডেট সময় : ০২:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ ১২৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শাহনাজ পারভীন পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কনস্টেবল রুবেল হোসেন বগুড়ায় হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। তিনি তাড়াশ উপজেলার তাড়াশ ইউনিয়নের দক্ষিণ মথুরপুর গ্রামের আলতাফ হোসেন মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানান, পুলিশ সদস্য রুবেল হোসেন ছুটিতে বাড়িতে এসে সকালে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন। দুপুরে সাড়ে ১২টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন রুবেলসহ তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।