ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ




আমার নাম মানুষ- ফারহানা মোবিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯ ১৭৪ বার পড়া হয়েছে

 

আমার নাম হিংসা
আমি বাড়ায় আগুন,
আমার নাম প্রেম
আমি আনি ফাগুন ।

মায়া বলে ” আমি
আছি সবার জন্য ” ,
মমতা বলে ” পরের
উপকারে আমি ধন্য ” ।

মানুষ কে বিপদে ফেলি
আমার নাম পাপ ,
পাপের শাস্তির জন্য
আমি আছি অভিশাপ ।

আমার নাম ভালোবাসা ,
আমি ভীষন সুকোমল,
আমার নাম ঝগড়া
আমি বাধায় গন্ডগোল ।

অনুশোচনা বলে ” আমি
ভীষন অনুতপ্ত মন ” ,
সব হারিয়ে আজ
খুঁজছি আপনজন ।

নাম যার দয়া, সবার
জন্য নিবেদিত তার মন ,
এই গুণে পর মানুষ টা
হয়ে যায় আপন ।

কেউ নয়তো দেবতা
সব মানুষই সাধারণ,
গুণের বিচারে মানুষ
হয়ে যায় অসাধারণ ।

আমরা সবাই মানুষ
দোষ গুণে ভরা ,
ভালোর আবেশে
পূণ্য হোক এই ধরা ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




আমার নাম মানুষ- ফারহানা মোবিন

আপডেট সময় : ০৪:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯

 

আমার নাম হিংসা
আমি বাড়ায় আগুন,
আমার নাম প্রেম
আমি আনি ফাগুন ।

মায়া বলে ” আমি
আছি সবার জন্য ” ,
মমতা বলে ” পরের
উপকারে আমি ধন্য ” ।

মানুষ কে বিপদে ফেলি
আমার নাম পাপ ,
পাপের শাস্তির জন্য
আমি আছি অভিশাপ ।

আমার নাম ভালোবাসা ,
আমি ভীষন সুকোমল,
আমার নাম ঝগড়া
আমি বাধায় গন্ডগোল ।

অনুশোচনা বলে ” আমি
ভীষন অনুতপ্ত মন ” ,
সব হারিয়ে আজ
খুঁজছি আপনজন ।

নাম যার দয়া, সবার
জন্য নিবেদিত তার মন ,
এই গুণে পর মানুষ টা
হয়ে যায় আপন ।

কেউ নয়তো দেবতা
সব মানুষই সাধারণ,
গুণের বিচারে মানুষ
হয়ে যায় অসাধারণ ।

আমরা সবাই মানুষ
দোষ গুণে ভরা ,
ভালোর আবেশে
পূণ্য হোক এই ধরা ।