গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত
- আপডেট সময় : ০৬:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯ ১৫৩ বার পড়া হয়েছে
মজিবুর,ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে সারাদেশের ন্যায় মঙ্গলবার (১ জানুয়ারী) সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বই বিতরন উৎসব পালিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম। বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষন দাসের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সানাউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো. কামাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস প্রমুখ।
অপরদিকে সকাল ১০টায় গৌরীপুর পৌরসভায় সৈয়দ আবু সাঈদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম জানান, এ উপজেলার ৩৮টি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর মাঝে বিনামুল্যের ৩ লক্ষ ৬৯ হাজার ১০ টি বই ও ১৭ টি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৬৪ হাজার ৬২০ টি বই একযোগে বিতরন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম খান জানান, এ উপজেলায় সরকারি প্রাথমিক স্কুলের সংখ্যা হচ্ছে ১৭৮টি ও কেজি স্কুল রয়েছে ৯০টি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই বিতরন করা হয়েছে।