ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




ফেলে গেল মা, বুকে তুলে নিল সেবিকারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ ৯১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এক নবজাতককে ফেলে চলে গেছেন তার মা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টা পরই লাপাত্তা হয়ে যান ওই মা। তবে জন্মদাত্রী মা তার সন্তানকে ফেলে চলে গেলেও হাসপাতালের সেবিকারা তাকে বুকে তুলে নিয়েছেন। মায়ের মতোই পরম যত্নে নবজাতকটিকে পরিচর্যা করছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১১টার দিকে কে বা কারা অজ্ঞাত এক গর্ভবতী নারীকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে যায়। পরে ওই তাকে দেখে হাসপাতালের এক কর্মচারী গাইনি বিভাগে ভর্তি করান। রাত ৩টার দিকে ওই নারী এক ছেলে সন্তান জন্ম দেন। পরদিন সোমবার ভোরে কাউকে কিছু না বলেই নবজাতকটিকে ফেলে হাসপাতাল থেকে চলে যান ওই নারী।

নবজাতকটির বাবা-মায়ের পরিচয় এখনও জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে নবজাতকটিকে পরিচর্যা করছেন হাসপাতালের সেবিকারা। নবজাতকটির গায়ে নতুন জামা পরানো হয়েছে। পাশাপাশি ফিডারে করে দুধ খাওয়ানো হচ্ছে। নবজাতকটিকে নিয়ে সারাক্ষণ মেতে থাকছেন হাসপাতালের সেবিকারা।

জেলা সদর হাসপাতালের সেবিকা স্মৃতি রাণী রায় জানান, নবজাতকটির শারীরিক কোনো সমস্যা নেই। আমরা সবাই মিলে দেখাশোনা করছি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, নবজাতকটিকে ফেলে রেখে যাওয়ার ঘটনা জানার পর পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। বর্তমানে নবজাতকটি আমাদের তত্ত্বাবধানে রয়েছে। হাসপাতালের সেবিকারা তাকে দেখাশোনা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ফেলে গেল মা, বুকে তুলে নিল সেবিকারা

আপডেট সময় : ০৯:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯

জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এক নবজাতককে ফেলে চলে গেছেন তার মা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টা পরই লাপাত্তা হয়ে যান ওই মা। তবে জন্মদাত্রী মা তার সন্তানকে ফেলে চলে গেলেও হাসপাতালের সেবিকারা তাকে বুকে তুলে নিয়েছেন। মায়ের মতোই পরম যত্নে নবজাতকটিকে পরিচর্যা করছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১১টার দিকে কে বা কারা অজ্ঞাত এক গর্ভবতী নারীকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে যায়। পরে ওই তাকে দেখে হাসপাতালের এক কর্মচারী গাইনি বিভাগে ভর্তি করান। রাত ৩টার দিকে ওই নারী এক ছেলে সন্তান জন্ম দেন। পরদিন সোমবার ভোরে কাউকে কিছু না বলেই নবজাতকটিকে ফেলে হাসপাতাল থেকে চলে যান ওই নারী।

নবজাতকটির বাবা-মায়ের পরিচয় এখনও জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে নবজাতকটিকে পরিচর্যা করছেন হাসপাতালের সেবিকারা। নবজাতকটির গায়ে নতুন জামা পরানো হয়েছে। পাশাপাশি ফিডারে করে দুধ খাওয়ানো হচ্ছে। নবজাতকটিকে নিয়ে সারাক্ষণ মেতে থাকছেন হাসপাতালের সেবিকারা।

জেলা সদর হাসপাতালের সেবিকা স্মৃতি রাণী রায় জানান, নবজাতকটির শারীরিক কোনো সমস্যা নেই। আমরা সবাই মিলে দেখাশোনা করছি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, নবজাতকটিকে ফেলে রেখে যাওয়ার ঘটনা জানার পর পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। বর্তমানে নবজাতকটি আমাদের তত্ত্বাবধানে রয়েছে। হাসপাতালের সেবিকারা তাকে দেখাশোনা করছেন।