স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৭:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ ৬১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সোনাইমুড়ীতে মঈন উদ্দিন সাদ্দাম (২৭) নামে এক ব্যাক্তিকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার বিচার ও মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার স্ত্রী আসমা আক্তার।
মঙ্গলবার বেলা ১২টার দিকে স্থানীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে আসমা আক্তার বলেন, গত ২৩ অক্টোবর ২০১৮ ইং তারিখ সকাল সাড়ে ১০টায় আমার শশুর মোস্তফা চৌধুরীর নির্দেশে আমার বড় ননদ কুলছুম আক্তার ধনি ও শাশুড়ী রায়হান আরা বেগম আমার স্বামী মঈন উদ্দিন সাদ্দামকে তার নিজ বাড়ীর উঠানে প্রকাশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আমার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে এর আগেই তার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়।
পরে এলাকাবাসী ও আমার খালাতো দেবর কাইয়ুম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে ভর্তি করে। ২০ দিন মৃত্যুর সাথে লড়ে ১৩ নভেম্বর আমার স্বামী সাদ্দাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
এ ঘটনায় আমি বাদী হয়ে গত ১৪ নভেম্বর ২০১৮ ইং তারিখে সোনাইমুড়ী থানায় উক্ত ৩ জনকে বিবাদী করে হত্যা মামলা দায়ের করি।
মামলার দীর্ঘদিন অতিবাহিত হলেও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নিতে আমাকে হুমকি দিচ্ছে এতে আমি ও আমার শিশু কন্যা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এ হত্যাকান্ডের সুষ্ঠ্য বিচারের দাবী জানাই।