গৌরীপুরে জয় বাংলা ফোরামের বিশাল নৌকার মিছিল-সমাবেশ

- আপডেট সময় : ০৮:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ ৭৯ বার পড়া হয়েছে

মজিবুর,ময়মনসিংহ: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদকে বিজয়ী করতে জয় বাংলা ফোরামের বিশাল নৌকার মিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরে এ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের শত শত স্থানীয় নেতা-কর্মী এবং সমর্থকরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
মিছিল শেষে স্থানীয় হারুন পার্ক এলাকায় জয় বাংলা ফোরামের আহবায়ক সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম হবির সভাপতিত্বে ও সদস্য সচিব কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় এ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন, এ আসনের মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল
সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অণু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাস, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সানাউল হক, সাবেক ছাত্রলীগ নেতা মাহফূজ উল্লাহ, সাবেক পৌর কাউন্সিলর শামছুল হক প্রমুখ।