গুইমারায় সনাতন সমাজ কল্যান পরিষদের নৌকার পক্ষে প্রচারনা ও উঠান বৈঠক
- আপডেট সময় : ১১:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ ১৪৯ বার পড়া হয়েছে
আবুল হোসেন রিপন, খাগড়াছড়ি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে মহাজোটের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনার অংশ হিসেবে উঠান বৈঠক ও পথসভা করেছেন সনাতন সমাজ কল্যান পরিষদ।
গুইমারা উপজেলা সনাতন সমাজ কল্যান পরিষদের উদ্যোগে সোমবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত প্রচার প্রচারনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন খাগড়াছড়ি কেন্দ্রীয় সনাতন সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক সজল বরন সেন।
উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীলের সঞ্চালনায় ডাক্তারটিলায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন গুইমারা সনাতন সমাজ কল্যান পরিষদের সভাপতি শিবু প্রসাদ ঘোষ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মেমং মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরি, গুইসারা সদর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও ইউপি সদস্য জনার্ধন সেন, উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি সমীরন পাল, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ ফরিদ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ সৌম, যুবলীগ নেতা অজয় পাল, চন্ডি বাবুল দে সহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা গত দশ বৎসরে খাগড়াছড়ির উন্নয়নের পাশাপাশি সনাতন সমাজের ব্যাপক উন্নয়ন করেছেন। দ্বিতীয় মেয়াদে নৌকার প্রতিক নিয়ে নির্বাচিত হলে সনাতন সমাজে আরও ব্যাপক উন্নয়ন সাধিত হবে