বিষ মিশিয়ে মাছ ধরার অযুহাতে প্রতিবন্ধীকে মারধর ও চাঁদা দাবী, অভিযোগ কাউন্সিলর কবিরের দিকে

- আপডেট সময় : ১০:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯ ১১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক|| বরিশাল মহানগর এর ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির(কবির চেয়ারম্যান ) এর লোকজন সোহাগ নামের এক প্রতিবন্ধী ব্যাক্তিকে বিষ মেশানো মাছ ধরার অযুহাতে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
ভিডিও ক্লিপে অভিযোগকারী প্রতিবন্ধী সোহাগ বলেন ” খালেক নাইয়ার ছেলেরা মহসিন ও বায়েজিদ হঠাৎ অতর্কিত পশু জবাই করার ছোরা ও বাঁশ লাঠি নিয়ে আমাকে হঠাৎ মারধর করে। এসময় মারধরের পর সাদা ষ্ট্যাম্পে সাক্ষর নেয় রুমন। আর ছোরা ধরে ইকবাল। ঘটনার দিন আমাকে তারা প্রচুর মারধর করে। এরা গত প্রায় দুবছর ধরে মাছ ধরার কৌশল হিসেবে কীটনাশক এর অপব্যবহার করে আসছে। এরা প্রথমে কীটনাশক দেয় খালের ভাটার সময়, তারপর মাছ পাড়ে চলে গেলে সব মাছ ধরে নেয় এ চক্রটি। এদের সাথে জড়িত খালেক নাইয়ার জামাই বরিশাল কোষ্টগার্ডের নৌকা চালক মিঠুন। সে এমন চক্রের সাহায্য করে এবং কোষ্টগার্ডের অভিযান থেকে মাছ চোরদের বাঁচায়। এছাড়াও জাল চুরি করে বিক্রি করে মিঠুন। এর মধ্যে গত পরশুদিন আমাকে মারধরের ঘটনায় সাচ্চা মুন্সি আমাকে আমার আটককৃত নৌকা,জাল ফেরৎ দিতে চান এবং বলেন নতুন করে ষ্ট্যাম্পে সাক্ষর করে নিতে। আমি তাতে রাজি হইনি। এরা সবাই ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির এর লোক। এবং এ ঘটনার পিছে তিনি আছেন জড়িত। আমি আমাকে মারধরের ঘটনায় সবার শাস্তি চাই, প্রয়োজনে মামলা করতেও রাজি।”
এছাড়াও এই ওয়ার্ড কাউন্সিলর এর বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে নিজ্ব এলাকায় বাল্যবিয়েরও ব্যাবস্থা ও তাদের সমাধানও দেন তিনি।
অভিযোগ সমন্ধে কাউন্সিলর হুমায়ুন কবির বরেন “মারধরের ঘটনা শুনেছি এবং যতদূর জানি নৌকা জাল ফেরৎ দিয়ে দিয়েছে। আর বাকি অভিযোগগুলো আমার বিরুদ্ধে মিথ্যা।”