১২ ঘন্টা অন্ধকারে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল!

- আপডেট সময় : ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯ ১৪৮ বার পড়া হয়েছে

সরাইল, প্রতিনিধি;
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিদ্যুৎ বিহীন ছিলো ১২ ঘন্টা। শুধুমাত্র সরাইল সদর এলাকায় কিছু জায়গা ছাড়া বাকি এলাকা ছিলো বিদ্যুৎ বিহীন। গতকাল রোববার দুপুর ২টা থেকে রাত ১২টা অব্দি বিদ্যুৎ না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় মানুষজনের। বিদ্যুৎ না থাকায় ছোট খাটো মিল ফ্যাক্টরি গুলো বন্ধ ছিলো সারাক্ষণ। এমন বিপর্যয়ে নিজ কার্যালয়ে অনুপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী ও উপ- সহকারী প্রকৌশলী হেলাল। উপ সহকারী প্রকৌশলী সুমন মিয়া দিনভর পরিশ্রম করে ১২ঘন্টা পর সমস্যার সমাধান করেছেন। উনি ছাড়া কোন প্রকৌশলীই থাকেন না সরাইলে। স্থানীয় বিদ্যুৎ কার্যালয় ও ভুক্তভোগী সূত্রে জানাযায়, রোববার সকাল থেকেই রৌদ্রউজ্জ্বল আবহাওয়া বিরাজ করছিলো। ভাদ্রমাসের ভ্যাপসা গরমে যখন অতিষ্ঠ ছিলো জনজীবন ঠিক তখনই দুপুর ২টা থেকে বিদ্যুৎ বিহীন ছিলো। প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে যায় হাসপাতালে চিকিৎসারত রোগীরা। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান বলেন, দুপুর ১টা থেকে বিদ্যুৎ চলে যায়, রাত অব্দি বিদ্যুৎ না আসায় খুব কষ্টে পড়ে যাই। আমি সহ বাসায় ২-৩ জন রোগী বাধ্য হয়ে নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে (০১৮৫১১২১২৪৬) নাম্বারে ২-৩ বার ফোন দিলেও ওই প্রান্ত থেকে কেউ ফোন রিসিভ করে নি। এই বিষয়ে সরাইল পিডিবি র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মোঃ নওয়াজ আহমেদ খান বলেন, আমি তখন ষ্টেশনে ছিলাম না। কুট্রাপাড়া এলাকায় দুটি লাইনে সমস্যা হয়েছিলো তবে বড় ধরনের সমস্যা না হলেও গাছের ডালপালার ভেতরে সমস্যা খুঁজে বের করতে অনেক সময় লেগে যায়।