গৌরীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- আপডেট সময় : ০১:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ ১৬৯ বার পড়া হয়েছে
মুজিবুর,ময়মনসিংহঃ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মাত্র দু’দিন আগে পাক হানাদার বাহিনী দেশ বরন্য বুদ্ধিজীবীদের হত্যা করে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছর ১৪ই ডিসেম্বর দিবসটি পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে গৌরীপুরের সর্বস্তরের মানুষ।
এ উপলক্ষ্যে শুক্রবার ১৪ ডিসেম্বর গৌরীপুর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শালীহর বধ্যভূমিতে শহীদদের স্মরনে বিকেলে অালোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পমাল্য অর্পন করা হয়।
উক্ত কর্মসুচিতে উপস্থিত ছিলেন, আলহাজ নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম, সহকারী কমিশনার(ভুমি) আবুল মনসুর, গৌরীপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম মাওলা, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সানাউল হক, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান,মুক্তিযোদ্ধা কলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, গৌরীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন,পৌর কাউন্সিলার আব্দুল কাদির, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সহ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ সহ এলাকার সাধারন মানুষ ।