মাদক বিক্রেতাদের সুস্থ জীবনে ফেরানোর নামে প্রতারক সাংবাদিক চক্রের অর্থ বাণিজ্য!

- আপডেট সময় : ০১:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯ ৯৮ বার পড়া হয়েছে

অপরাধ প্রতিবেদকঃ
বরিশাল সিটি কর্পোরেশন এলাকার পলাশপুর ৭ নং এর নারী মাদক ব্যাবসায়ী জয়ফুলিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসি, ডিসি বিএমপি, ও বিএমপির পুলিশ কমিশনার মহোদয়ের সামনে নিয়ে সুস্থ জীবন ফিরিয়ে দেবে বলে প্রতারণা করে ১৯৫০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রের প্রধান কথিত সাংবাদিক রানা ও তার ভূয়া সাংবাদিক গ্রুপটি।
৮ থেকে ৯ জনের একটি চক্র গত ৬ মাস যাবৎ এ ধরনের কাজ করে আসছিল বলে তথ্য রয়েছে। তারা নিজেদের বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন টিভি চ্যানেলের পরিচালক দাবী করে থাকে। মূলত এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে এ নতুন ছক তৈরি করে মাঠে নামে এ প্রতারক চক্র। এমন চিত্রই উঠে এল জয়ফুলির এক সাক্ষাৎকারে।
জয়ফুলি একজন মাদক ব্যাবসায়ী। তার দাবী তিনি এখন এ ব্যাবসায় নিষ্ক্রিয় এবং পরিবারসহ চান সুস্থ জীবনে ফিরতে। অথচ এ সুযোগ নিয়ে বরিশালের মেট্রোপলিটন পুলিশের একাধিক উর্ধতন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে টাকা নিয়ে উধাও প্রতারক চক্র। বারবার জয়ফুলি ফোন করেও আর দেখা পান না প্রতারক রানা, প্রতারক শিরিনসহ অন্যান্যদের। জয়ফুলি প্রতিবেদককে বলেন, ” রানা ও ফার্মেসী শিরিন নাকি সাংবাদিক। একটা কি যেন অনলাইন টিভির কথা বলে এরা।সময় অনলাইন টিভি নামে সম্ভবত। একদিন অফিসে বরিশালের নিয়ে দেখিয়ে বলে চেয়ার টেবিল কিনবো টাকা দিন। এরপর প্রথম আমার কাছ থেকে ১১০০০ টাকা ও বিভিন্ন সময়ে মোট ১৯৫০০ টাকা নিয়েছে রানা,শিরিনসহ গ্রুপটি । এছাড়াও ৮০ জন প্রায় টাকা দিয়েছে বলে শুনেছি। অথচ পুলিশের সামনে আজ পর্যন্ত আমাদের নেয়নি রানা। পলাশপুর থেকে, আমি (জয়ফুলি) হানিফ,রিপন,ববি,মাছ শহিদ,নুরা সহ অনেকে টাকা দেয় সুস্থ জীবনে ফিরতে। কিন্তু কেউই কোন খবর আর পায়নি। এরা একটি ফরম দেখিয়ে কোতোয়ালি এসি,পুলিশের ডিসি,পুলিশ কমিশনার মহোদয় এর সামনে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আত্মসমর্পণ করাবে বলে প্রতিশ্রুতি দেয় এবং টাকা লাগবে বলে জানায়। আমরা সবাই রানার কাছেই টাকা দিয়েছি।” রানাকে ফোন করলে রানা দুদিন সময় চায় অনুষ্ঠানের মাধ্যমে এদের সুস্থ জীবন দিতে।
বিষয়টি জানাজানি হলে ছাগল চুরির অভিযোগে গণধোলাইকৃত, চাঁদাবাজ ও কথিত এই ভূয়া সাংবাদিক বিভিন্ন সিনিয়র সাংবাদিকদের কাছে ও অসাধু কিছু পুলিশের কাছে ধর্না ধরে গোপনভাবে।
ভুক্তভোগী সবাই এ বিষয়ে দ্রুত পুলিশের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবী করে রানাকে গ্রেফতারের অনুরোধ করে টাকা ফেরৎ চায় বলে জানিয়েছেন প্রতিবেদকের কাছে।