গৌরীপুরে নৌকার পক্ষে ছাত্রলীগ নেতা জনির মিছিল ও গণসংযোগ

- আপডেট সময় : ১০:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ ২০০ বার পড়া হয়েছে

মজিবুর,ময়মনসিংহ: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীর পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে মিছিল ও গণসংযোগ করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতয়িাজ সুলতান জনি।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রচারণা ও নৌকায় ভোট প্রার্থনা করা হয়।
জয় বাংলার স্লোগান আর জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন দিক সম্বলিত লিফলেট মিছিল থেকে বিতরণ করা হয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান করেন তারুণ্যের অহংকার ছাত্রলীগ নেতা ইমতয়িাজ সুলতান জনি।
মিছিলকালে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করতে নেতা কর্মীরা জনগনের কাছে অনুরোধ জানায়।
এ মিছিলে অংশগ্রহন করেন গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী আসকর সোহাগসহ পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রলীগ নেতা ইমতয়িাজ সুলতান জনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ছাত্রলীগ ভ্যানগার্ড হিসেবে কাজ করবে ।