ময়মনসিংহ-৩ আসনে প্রচারনা ও গণসংযোগে এগিয়ে নৌকা
- আপডেট সময় : ০৭:৪৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ ১৩৪ বার পড়া হয়েছে
মজিবুর, ময়মনসিংহ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে গণসংযোগ ও প্রচারনা শুরু হয়েছে।
এ আসনে গণসংযোগ, কর্মী সভা ও প্রচারনায় এগিয়ে রয়েছেন মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এক্ষেত্রে এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর ৫ জন প্রার্থী প্রচারনার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছেন বলে জানান স্থানীয় জনগন।
সরজমিনে দেখা গেছে, প্রতীক বরাদ্দের পর এ আসনের শহর থেকে শুরু করে গ্রাম-গঞ্জে হাটবাজারসহ বিভিন্ন স্থানে নৌকার পোস্টারে ছেঁয়ে গেছে। প্রতিদিন চলছে প্রার্থীর পক্ষে প্রচারনার মাইকিং। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চলছে প্রচারনা। এদিকে এলাকার ভোটারদের সাথে গণসংযোগ ও দলীয় নেতা-কর্মীদের সাথে কর্মী সভা করে ব্যস্ত সময় পার করছেন নৌকার মাঝি নাজিম উদ্দিন আহমেদ।
স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ জানান, এ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত ১৫ জন নেতা এরমধ্যে নৌকার পক্ষে মাঠে নেমেছেন। নৌকার বিজয়ী করতে একাট্রা হয়েছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীরা।
অপরদিকে বিএনপি’র মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেইনের ধানের শীষ প্রতিকের প্রচারনা পরিলক্ষিত হয়নি। ধানের শীষের পোস্টার ও প্রচারনার মাইকিং এলাকায় দেখা যায়নি।
এছাড়া অপর চার প্রার্থী সিপিবি’র হারুন আল বারীর কাস্তে, জাকের পার্টির গোলাম মোহাম্মদের গোলাপ ফুল, তরিকত ফেডারেশনের প্রাণেশ চন্দ্র পন্ডিতের ফুলের মালা ও ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতিকের কোন প্রচারনা ও গনসংযোগ পরিলক্ষিত হয়নি।