সংবাদ শিরোনাম :
ট্রেনে কাটা পড়ে ছাত্রদল নেতা নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯ ৮৮ বার পড়া হয়েছে
নবাবগঞ্জ প্রতিনিধি;
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার সকালে খিলক্ষেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ইমরান নবাবগঞ্জ কলেজ ছাত্রদল দলের সাধারণ সম্পাদক ও উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য খন্দকার আবু আশফাক ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমরান বেশ কয়েক মাস যাবৎ নবাবগঞ্জ ছেড়ে ঢাকায় বসবাস করছিল।
শনিবার সকালে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংবাদটি আমরা জানতে পারি।
নবাবগঞ্জ থানা পুলিশের এসআই মুন্সি আশিকুর রহমান বলেন, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি। কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের জানায়নি।