ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুবির শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মেহের নিগার Logo শাবিপ্রবিতে সুষ্ঠভাবে গুচ্ছভুক্ত ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন Logo গুচ্ছ খ-ইউনিট ভর্তি পরীক্ষায় শিক্ষা উপকরণ ও সুপেয় পানি দিয়ে শাবি ছাত্রলীগের সহযোগিতা Logo মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটি হবে সত্যিকারের গ্রীন ক্যাম্পাসঃ ভিসি মোহাম্মদ জহিরুল হক Logo প্রতারণাচক্র থেকে সাবধান থাকতে আহবান জানিয়েছেন শাবি উপাচার্য Logo শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বোধনী কাজে সর্বদা সাপোর্ট থাকবে; শাবি উপাচার্য Logo জবি শিক্ষককে হেনস্থা, গুরু পাপে লঘু দণ্ড Logo কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, মারধরের পাল্টাপাল্টি অভিযোগ Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন




সাকিবের আচরণে হতাশ বিসিবি সভাপতি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ১০১ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক;
বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে আজ জার্সি উন্মোচনসহ আনুষ্ঠানিক ফটোশুট হয়ে গেল। কিন্তু একজনের জন্য পরিপূর্ণ হলো না ১৫ জনের স্কোয়াড। তিনি বাংলাদেশ ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। দেশে থাকার পরও সতীর্থদের সঙ্গে বিশ্বকাপের ফটোসেশনে অংশ নিলেন না। তাঁর না থাকার বিষয়টি নিয়ে হতাশ ভক্ত মহলসহ খোদ বিসিবি সভাপতি নাজমুল হসান পাপন। জার্সি উন্মোচন শেষে সাংবাদিকদের কাছে সাকিবের না থাকাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি। আইপিএল ছেড়ে গতকাল দেশে ফিরেছেন সাকিব। সকালে মাঠেও চলে আসেন। কিন্তু ফটোসেশনের ঘণ্টা খানেক আগে মিরপুর ত্যাগ করেন তিনি।

সতীর্থদের সঙ্গে নতুন জার্সিতে তাঁর ক্যামেরার সামনে না আসার কারণটা অজানাই রয়ে গেল। বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান। তাঁর কথায়,‘দুঃখজনক, আর কী বলব! যেহেতু টিম ফটোসেশন ছিল। আমি এসেই জিজ্ঞেস করেছি। এমন কী আমি এখানে যখন ঢুকি তখন তাকে ফোন করেছিলাম। বললাম কোথায় তুমি? বলল, আমি তো চলে এসেছি। ও যে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি। সাকিব বলল, আপনার বাসায় আসব রাতে। আমি বলেছি, এখন একটু দেখা হোক। সে বলেছে, আমি তো বের হয়ে গেছি।’

দলের ফটোসেশনে সাকিবকে না দেখে স্বাভাবিক ভাবেই সবাই অবাক হয়েছিল। প্রশ্ন ওঠে সাকিবকে কি তাহলে ফটোসেশনের কথা জানানো হয়নি? উত্তরে পাপন বলেন, ‘এখানে জিজ্ঞেস করে জানলাম, সাকিবকে আগেই বলা হয়েছে ফটোসেশন আছে। জাতীয় দল যাচ্ছে একসাথে, ফটোসেশনে একসাথে থাকবে। এমনিতেই তো প্র্যাকটিসে ছিল না। এটা আমরা আশা করেছিলাম। কিন্তু সাকিব তো নেই, এটাই বাস্তবতা।’

প্রায় এক বছর ধরেই সাকিবকে নিয়মিত মাঠে পাওয়া যাচ্ছে না। সতীর্থরাও প্রায় অভ্যস্ত হয়ে গেছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে ছাড়া। তবে পাপন বলছেন বিশেষ সময়গুলোতে সাকিবের না থাকার দুর্ভাগ্য দলের নয়, বরং দুর্ভাগ্য সাকিবের। তিনি বলেন, ‘আমার মনে হয় টিমের অন্যারা এত দিনে অভ্যস্থ হয়ে গেছে। এ ছাড়া আর কী বলব। আমি মনে করি, এটা সাকিবের জন্য দুর্ভাগ্য। বিশ্বকাপ টিম যাচ্ছে দলের সঙ্গে যে থাকতে পারল না সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ।’

উল্লেখ্য, আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা ওঠবে ক্রিকেট বিশ্বকাপের। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। সব মিলিয়ে দুটি লম্বা সফরের জন্য আগামী ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




সাকিবের আচরণে হতাশ বিসিবি সভাপতি!

আপডেট সময় : ১১:৫৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

ক্রীড়া প্রতিবেদক;
বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে আজ জার্সি উন্মোচনসহ আনুষ্ঠানিক ফটোশুট হয়ে গেল। কিন্তু একজনের জন্য পরিপূর্ণ হলো না ১৫ জনের স্কোয়াড। তিনি বাংলাদেশ ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। দেশে থাকার পরও সতীর্থদের সঙ্গে বিশ্বকাপের ফটোসেশনে অংশ নিলেন না। তাঁর না থাকার বিষয়টি নিয়ে হতাশ ভক্ত মহলসহ খোদ বিসিবি সভাপতি নাজমুল হসান পাপন। জার্সি উন্মোচন শেষে সাংবাদিকদের কাছে সাকিবের না থাকাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি। আইপিএল ছেড়ে গতকাল দেশে ফিরেছেন সাকিব। সকালে মাঠেও চলে আসেন। কিন্তু ফটোসেশনের ঘণ্টা খানেক আগে মিরপুর ত্যাগ করেন তিনি।

সতীর্থদের সঙ্গে নতুন জার্সিতে তাঁর ক্যামেরার সামনে না আসার কারণটা অজানাই রয়ে গেল। বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান। তাঁর কথায়,‘দুঃখজনক, আর কী বলব! যেহেতু টিম ফটোসেশন ছিল। আমি এসেই জিজ্ঞেস করেছি। এমন কী আমি এখানে যখন ঢুকি তখন তাকে ফোন করেছিলাম। বললাম কোথায় তুমি? বলল, আমি তো চলে এসেছি। ও যে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি। সাকিব বলল, আপনার বাসায় আসব রাতে। আমি বলেছি, এখন একটু দেখা হোক। সে বলেছে, আমি তো বের হয়ে গেছি।’

দলের ফটোসেশনে সাকিবকে না দেখে স্বাভাবিক ভাবেই সবাই অবাক হয়েছিল। প্রশ্ন ওঠে সাকিবকে কি তাহলে ফটোসেশনের কথা জানানো হয়নি? উত্তরে পাপন বলেন, ‘এখানে জিজ্ঞেস করে জানলাম, সাকিবকে আগেই বলা হয়েছে ফটোসেশন আছে। জাতীয় দল যাচ্ছে একসাথে, ফটোসেশনে একসাথে থাকবে। এমনিতেই তো প্র্যাকটিসে ছিল না। এটা আমরা আশা করেছিলাম। কিন্তু সাকিব তো নেই, এটাই বাস্তবতা।’

প্রায় এক বছর ধরেই সাকিবকে নিয়মিত মাঠে পাওয়া যাচ্ছে না। সতীর্থরাও প্রায় অভ্যস্ত হয়ে গেছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে ছাড়া। তবে পাপন বলছেন বিশেষ সময়গুলোতে সাকিবের না থাকার দুর্ভাগ্য দলের নয়, বরং দুর্ভাগ্য সাকিবের। তিনি বলেন, ‘আমার মনে হয় টিমের অন্যারা এত দিনে অভ্যস্থ হয়ে গেছে। এ ছাড়া আর কী বলব। আমি মনে করি, এটা সাকিবের জন্য দুর্ভাগ্য। বিশ্বকাপ টিম যাচ্ছে দলের সঙ্গে যে থাকতে পারল না সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ।’

উল্লেখ্য, আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা ওঠবে ক্রিকেট বিশ্বকাপের। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। সব মিলিয়ে দুটি লম্বা সফরের জন্য আগামী ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।