ফরিদপুরে কৃষকদল নেতা খন্দকার নাসিরের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ
- আপডেট সময় : ১০:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৩৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের নেতা, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে দলীয় দপ্তরে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, কমিটি বাণিজ্য, আওয়ামী লীগপন্থী নেতাদের দলে ভেড়ানোসহ সংগঠনে বিভাজন সৃষ্টি করছেন।

নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ও হাইব্রিড ব্যক্তিদের প্রভাব বাড়াচ্ছেন নাসিরুল ইসলাম। এতে স্থানীয় সংগঠনে ক্ষোভ ও বিভক্তি বেড়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি অতীতে ছয়বার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হন। ১৯৭১–এর পর রাজাকারদের সঙ্গে লুটপাটে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে জাসদ ও জাতীয় পার্টি হয়ে বিএনপিতে যোগ দেন তিনি।

সম্প্রতি শামা ওবায়েদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বক্তারা তাকে দলের ক্ষতিকর ব্যক্তি আখ্যা দিয়ে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান।
অন্যদিকে, কে এইচ কে লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আউয়াল খন্দকার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, খন্দকার নাসির ও তার সহযোগীরা তার জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। হামলার শিকার হয়েছেন তার কর্মচারীরাও।
এছাড়া স্থানীয় সাংবাদিক খন্দকার আব্দুল্লাহ অভিযোগ করেছেন, নাসিরের অনুসারীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকি দিয়েছে।
অভিযোগ বিষয়ে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আমি এ নিয়ে কথা বলতে চাই না।”













