ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শাবিপ্রবির শ্রীকৃষ্ণচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সভাপতি রনি, সম্পাদক দীপ্ত   Logo শাবিপ্রবির শাহপরান ও মুজতবা আলী হলে ৬ সহকারী প্রভোস্ট নিয়োগ Logo কুবির শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মেহের নিগার Logo শাবিপ্রবিতে সুষ্ঠভাবে গুচ্ছভুক্ত ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন Logo গুচ্ছ খ-ইউনিট ভর্তি পরীক্ষায় শিক্ষা উপকরণ ও সুপেয় পানি দিয়ে শাবি ছাত্রলীগের সহযোগিতা Logo মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটি হবে সত্যিকারের গ্রীন ক্যাম্পাসঃ ভিসি মোহাম্মদ জহিরুল হক Logo প্রতারণাচক্র থেকে সাবধান থাকতে আহবান জানিয়েছেন শাবি উপাচার্য Logo শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বোধনী কাজে সর্বদা সাপোর্ট থাকবে; শাবি উপাচার্য Logo জবি শিক্ষককে হেনস্থা, গুরু পাপে লঘু দণ্ড Logo কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, মারধরের পাল্টাপাল্টি অভিযোগ




৭ বলে টানা ৭ ছক্কা মেরে রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯ ১২৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; ৬ বলে অনেকেরই টানা ৬ ছক্কা মারার নজির আছে। তবে ৭ বলে টানা ৭ ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল না। এবার সেটিই করে দেখালেন মুম্বাইয়ের এক চাষির ছেলে। মাকরান্দ পাতিল-পেশায় সেলসম্যান, বয়স ২৩। এসময়ে এসে এমন বিরল ইতিহাস সৃষ্টি করলেন তিনি।

ফার্স্ট ডিভিশন টাইমস শিল্ড টুর্নামেন্টে মুম্বাইয়ের জিমখানা মাঠে ভিভা সুপারমার্কেটসের হয়ে মহিন্দ্রা লজিস্টিকসের বিপক্ষে অনন্য কৃতিত্ব দেখান পাতিল। পর পর সাত ছক্কা মেরে ইতিহাস রচনা করেন তিনি। বলা বাহুল্য, এর মধ্যে এক ওভারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান এ তরুণ। সব মিলিয়ে ৭ বলে টানা ৭ ছক্কা মেরে রেকর্ড বুকে নাম তোলেন তিনি।

এক ওভারে টানা ছয়টি ছক্কা মারার রেকর্ড রয়েছে টিম ইন্ডিয়ার বর্তমান কোচ রবি শাস্ত্রী এবং তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের। এছাড়া ভারতের বাইরে স্যার গ্যারি সোবার্স, হার্শেল গিবস, অ্যালেক্স হেলস, জর্ডান ক্লার্ক, মিসবাহ-উল-হক, হজরতউল্লাহ জাজাই, উইল জ্যাকসের এ কীর্তি আছে।

সার্বিক বিচারে সবার রেকর্ড একযোগে ভেঙে দিলেন মুম্বাইয়ের অখ্যাত ব্যাটসম্যান। আট নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৬ বলে ৮৪ রান করেন তিনি।

ইতিহাস গড়ে পাতিল বলেন, পর পর চারটি মারার পর কল্পনাও করিনি আমি ওভারে ছয়টি ছক্কা মারতে পারব। তবে যখন সেটা করে ফেললাম, তখন সতীর্থদের উল্লাস দেখে রোমাঞ্চিত হয়েছিলাম। পরে যখন সাত নম্বর বলেও ছক্কা মারলাম তখন নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। এর পর থেকে প্রচুর ফোন পাচ্ছি। সবাই অভিনন্দন জানাচ্ছেন। একদিনের জন্য স্টার বনে গেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




৭ বলে টানা ৭ ছক্কা মেরে রেকর্ড

আপডেট সময় : ০৪:১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯

স্পোর্টস ডেস্ক; ৬ বলে অনেকেরই টানা ৬ ছক্কা মারার নজির আছে। তবে ৭ বলে টানা ৭ ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল না। এবার সেটিই করে দেখালেন মুম্বাইয়ের এক চাষির ছেলে। মাকরান্দ পাতিল-পেশায় সেলসম্যান, বয়স ২৩। এসময়ে এসে এমন বিরল ইতিহাস সৃষ্টি করলেন তিনি।

ফার্স্ট ডিভিশন টাইমস শিল্ড টুর্নামেন্টে মুম্বাইয়ের জিমখানা মাঠে ভিভা সুপারমার্কেটসের হয়ে মহিন্দ্রা লজিস্টিকসের বিপক্ষে অনন্য কৃতিত্ব দেখান পাতিল। পর পর সাত ছক্কা মেরে ইতিহাস রচনা করেন তিনি। বলা বাহুল্য, এর মধ্যে এক ওভারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান এ তরুণ। সব মিলিয়ে ৭ বলে টানা ৭ ছক্কা মেরে রেকর্ড বুকে নাম তোলেন তিনি।

এক ওভারে টানা ছয়টি ছক্কা মারার রেকর্ড রয়েছে টিম ইন্ডিয়ার বর্তমান কোচ রবি শাস্ত্রী এবং তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের। এছাড়া ভারতের বাইরে স্যার গ্যারি সোবার্স, হার্শেল গিবস, অ্যালেক্স হেলস, জর্ডান ক্লার্ক, মিসবাহ-উল-হক, হজরতউল্লাহ জাজাই, উইল জ্যাকসের এ কীর্তি আছে।

সার্বিক বিচারে সবার রেকর্ড একযোগে ভেঙে দিলেন মুম্বাইয়ের অখ্যাত ব্যাটসম্যান। আট নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৬ বলে ৮৪ রান করেন তিনি।

ইতিহাস গড়ে পাতিল বলেন, পর পর চারটি মারার পর কল্পনাও করিনি আমি ওভারে ছয়টি ছক্কা মারতে পারব। তবে যখন সেটা করে ফেললাম, তখন সতীর্থদের উল্লাস দেখে রোমাঞ্চিত হয়েছিলাম। পরে যখন সাত নম্বর বলেও ছক্কা মারলাম তখন নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। এর পর থেকে প্রচুর ফোন পাচ্ছি। সবাই অভিনন্দন জানাচ্ছেন। একদিনের জন্য স্টার বনে গেছি।