সংবাদ শিরোনাম :
রুখসার রহমানের অসাধারণ কবিতা -”ডাকপিয়নের গোপন চিঠি”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ১৬৪ বার পড়া হয়েছে
-রুখসার রহমান
সিরিয়াল ছাড়া, নোটিশ ছাড়া
এ ডাক থেকে কারোরই রেহাই নাই।
ডাকপিয়নের হাতে গোপন চিঠি ঝুলছে অপেক্ষায়,
কে জানে বিলি হবে কোন সে গোপন ঠিকানায়।
দরজার ওপাশে দাড়িয়ে,
কখন বুঝি তার হাতটা বাড়িয়ে করবে আলিঙ্গন।
না জানি নাড়বে কড়া কখন?
তবুও কেনো এতো চাওয়া-পাওয়ার হাহাকার ?
কেনোইবা ভুল পথে, হেঁটে হেঁটে যাওয়া।
কখনোবা হোচট খেয়ে নিজেকে শুধরে নেয়া,
থমকে আবারো বাইছে দেখো সেই ভুলের খেয়া।
কেনো যে বোঝেনা মন, কি তার অপেক্ষায়?
কখন কাকে ধরিয়ে দিবে মৃত্যুর খামে মোড়ানো চিঠি।
বিদায়ের ঘন্টা বেজেই চলার অপেক্ষা, কোথায় কার আঙ্গিনায়,
বড়োই নিষ্ঠুরতা লুকিয়ে আছে, সেই চিঠিতে মোড়ানো হায়।
এ ডাক থেকে রেহাই নাই কারোরই ।