সংবাদ শিরোনাম :
সায়হাম টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ ১৭৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সায়হাম টেক্সটাইল মিলের তোলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা হবে বলে জানা গেছে।
সোমবার দিনগত রাত একটার দিকে উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সলের মালিকানাধীন সায়হাম টেক্সটাইল মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সোমবার দিবাগত রাত একটার দিকে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সলের মালিকানাধীন সায়হাম টেক্সটাইল মিলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।