সংবাদ শিরোনাম :
গৌরীপুরে নসিমন খাদে পড়ে তরুণ চালক নিহত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ১৯৪ বার পড়া হয়েছে

মজিবুর রহমান, ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুরে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গঙ্গাশ্রম এলাকায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ওই নসিমনের তরুন চালক সুমেজ উদ্দিন ( ২০ ) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সোমবার (১০ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমন চালক সুমেজ উদ্দিন ( ২০ ) শেরপুর সদর উপজেলার কামারচর গ্রামের ইয়াব উদ্দিনের ছেলে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নসিমন চালক ভোরে শেরপুর থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে বেগুন নিয়ে যাচ্ছিলেন। পথে গঙ্গাশ্রম নামক স্থানে সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়, এতে চালক ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থল থেকে সুমেজের লাশ উদ্ধার করে গৌরীপুর থানায় হস্তান্তর করে ।