ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা সামান্য, একটু আধটু হতেই পারে: হানিফ

- আপডেট সময় : ০৪:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯ ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে যা ঘটেছে তা একটি ছোট্ট সাধারণ ঘটনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এটি নিয়ে উদ্বেগের কোন কারণ নেই, যোগ করেন তিনি।
মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগের যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ছাত্রলীগ একটি বৃহৎ সংগঠন, হাজার হাজার নেতাকর্মী। বয়সে তরুণ হওয়ার তাদের প্রতিক্রিয়াটা একটু ভিন্ন। যোগ্য নেতারা সবাই পদ প্রত্যাশা করেন। সবাইকে তো দেয়া যায় না। তখন কিছু ব্যক্তি অসন্তুষ্ট হতেই পারে। যে কারণেই এ রকম একটু আধটু ঝামেলা হতেই পারে। আমাদের দেশে এমনটি হয়ে থাকে বলেও মন্তব্য হানিফের।
প্রসঙ্গত, সম্মেলনের প্রায় ১০ মাস পর সোমবার ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলেও তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
কমিটিতে পদ না পেয়ে ছাত্রলীগের একটি অংশ বিক্ষোভ করে। এ নিয়ে সংঘর্ষও হয়।
পদবঞ্চিত নেতারা সোমবার রাতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, অযোগ্য ও বিতর্কিতদের কমিটিতে আধিপত্য দেওয়া হয়েছে।
তারা বলেন, বিতর্কিত, চাকরিজীবী, নিষ্ক্রিয়, বিবাহিত, মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামি, ছাত্রী নির্যাতনকারীদের পদ দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে পদবঞ্চিত নেতারা সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে সাংবাদিক সম্মেলন করতে আসলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
এ সময় নারী নেত্রীদের লাঞ্ছিত করেন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারীরা।
হামলায় পদবঞ্চিত সাত ডাকসু নেতাসহ আহত হন ১২ জন।