ভিকারুননিসার অভিযোগ নিয়ে সরকারের পদক্ষেপ

- আপডেট সময় : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ২১৫ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্কঃ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিকে নিয়ে সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে।
রবিবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি আপনাদের আগেই বলেছি আমরা অনেকগুলো পদক্ষেপ নেব। যতগুলো প্রশ্ন এসেছে, যতগুলো অভিযোগ এসেছে, এরই মধ্যে আদালত একটা কমিটি করে দিয়েছেন, আমরাও কমিটি করেছি। আমরাও পরিদর্শন করব, বিভিন্নভাবে চেষ্টা করব।’
অরিত্রীর পরিবারের অভিযোগ, পরীক্ষার সময় অরিত্রীর কাছে মোবাইল ফোন পাওয়ার পর তার বাবা-মাকে ডেকে নিয়ে অপমান করেছিলেন অধ্যক্ষ। সে কারণে ওই কিশোরী আত্মহত্যা করে। অরিত্রীর মৃত্যুর পর টানা তিন দিন স্কুলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী ও অভিভাবক।
এ আন্দোলনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আখতার ও শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে চিহ্নিত করা হলে তাদের বরখাস্ত ও এমপিও বাতিল করা হয়।
সোহরাব হোসাইন মামলার বিষয়ে বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটুকু বলতে পারি, যিনি যা প্রাপ্য নন, তিনি যেন তা না পান, সেজন্য আমরা সচেষ্ট আছি। কোনো অবস্থাতেই যাতে কেউ অন্যায়ভাবে পরিস্থিতির শিকার না হন, সে চেষ্টাও করছি। যিনি গ্রেফতার হয়েছেন তিনি আদালতে তার বক্তব্য রাখতে পারেন, আদালত সিদ্ধান্ত দেবেন।