ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার!




যশোরে পুলিশের কাণ্ড-জেলের ঘানি টানছেন নিরপরাধ সবুজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ১২০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি;
যশোর সদরের চাঁচড়া বেড়বাড়ি গ্রামের মিঠু শেখ হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা ঝুলছে চার্জশিটভুক্ত আসামি জনি ওরফে কালো জনির বিরুদ্ধে। জনি পার্শ্ববর্তী চাঁচড়া ইউনিয়নের খোলাডাঙ্গা-ধর্মতলা রেলগেট এলাকার খায়রুল ইসলামের ছেলে। কিন্তু ওই মামলায় তিন মাস ধরে কারাবাস করছেন প্রতিবেশী ট্রাকচালক সবুজ বিশ্বাস। পলাতক জনির বাবার নামের সঙ্গে সবুজের বাবার নামের মিল থাকায় গত ১৭ ফেব্রুয়ারি পুলিশ সবুজকে আটক করে জনি বলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

নিরপরাধ ছেলের মুক্তির জন্য তিন মাস ধরে পুলিশের কাছে ধরনা দিয়েও কোনো ফল না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন সবুজের বাবা খায়রুল ইসলাম বিশ্বাস। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সবুজের বাবার অভিযোগ আমলে নিয়ে গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জারির আদেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ২২ মে সবুজ ও মামলার বাদী নিহত মিঠুর ভাই ইস্রাফিল শেখসহ তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর পুলেরহাট বাজার থেকে মিঠু শেখকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় তফসিডাঙ্গার ইসমাইল ও খোলাডাঙ্গা-ধর্মতলার জনি। পরদিন আরিচপুর বিলের হলুদ ক্ষেতের মধ্যে মিঠুর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে নিহতের ভাই ইস্রাফিল বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটভুক্ত ৫ নম্বর আসামি হলো জনি (২৬)। মামলাটি বর্তমানে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন আছে। জনি পলাতক থাকায় এ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সবুজের আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর জানিয়েছেন, পুলিশ সবুজকে জনি নামে আটক করে কারাগারে পাঠিয়েছে। সবুজ যে জনি নয়, তার প্রমাণ হিসেবে আদালতে ড্রাইভিং লাইসেন্স ও জতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রমাণপত্র জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

সবুজের বাবা খাইরুল বিশ্বাস অভিযোগ করেন, তার ছেলে সবুজ পেশায় ট্রাকচালক। গত ১৭ ফেব্রুয়ারি কোতোয়ালি থানা পুলিশ তার নামে ওয়ারেন্ট আছে বলে আটক করে নিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তাকে মিঠু শেখ হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি জনি হিসেবে আদালতে সোপর্দ করে পুলিশ। বিষয়টি জানতে পেরে পুলিশকে বারবার বলেও সবুজ যে জনি নয়- সেটা বিশ্বাস করাতে পারিনি।

তবে আদালতের গ্রেফতারি পরোয়ানায় সবুজকে আটককারী যশোর কোতোয়ালি থানার এএসআই সোহেল রানা দাবি করেন, আটকের সময় সে নিজের নাম জনি বলে জানায়। স্থানীয়রাও তাকে এ নামে চেনে বলেও তিনি নিশ্চিত হয়েছেন। তাই বিধি অনুযায়ী গ্রেফতারি পরোয়ানায় তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

এদিকে সবুজের প্রতিবেশীরা জানায়, পুলিশের হাতে আটক হওয়া সবুজ হত্যা মামলার আসামি নয়। প্রকৃত আসামি কালোজনিকে আটক না করে পুলিশ তার পরিবর্তে সবুজকে কারাগারে পাঠিয়েছে। সবুজের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানান স্থানীয় আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলামও।

মামলার বাদী ইস্রাফিল শেখ কলেন, তার ভাইয়ের খুনের আসামি জনি। তবে আটক যুবক জনি না সবুজ সেটা তিনি জানেন না।

এর আগেও এমন আরেকটি ঘটনা ঘটেছিল। যশোরে শিরিন বেগম নামে এক নারীকে মাদক মামলায় আদালত সাজা দেওয়ার পর তার পরিবর্তে রেখা খাতুন নামে অপর এক নারীকে গ্রেফতার করে পুলিশ কারাগারে পাঠিয়েছিল। গত ৪ এপ্রিল আদালতের নির্দেশে মুক্তি পায় রেখা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




যশোরে পুলিশের কাণ্ড-জেলের ঘানি টানছেন নিরপরাধ সবুজ

আপডেট সময় : ১০:৪৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯

যশোর প্রতিনিধি;
যশোর সদরের চাঁচড়া বেড়বাড়ি গ্রামের মিঠু শেখ হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা ঝুলছে চার্জশিটভুক্ত আসামি জনি ওরফে কালো জনির বিরুদ্ধে। জনি পার্শ্ববর্তী চাঁচড়া ইউনিয়নের খোলাডাঙ্গা-ধর্মতলা রেলগেট এলাকার খায়রুল ইসলামের ছেলে। কিন্তু ওই মামলায় তিন মাস ধরে কারাবাস করছেন প্রতিবেশী ট্রাকচালক সবুজ বিশ্বাস। পলাতক জনির বাবার নামের সঙ্গে সবুজের বাবার নামের মিল থাকায় গত ১৭ ফেব্রুয়ারি পুলিশ সবুজকে আটক করে জনি বলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

নিরপরাধ ছেলের মুক্তির জন্য তিন মাস ধরে পুলিশের কাছে ধরনা দিয়েও কোনো ফল না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন সবুজের বাবা খায়রুল ইসলাম বিশ্বাস। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সবুজের বাবার অভিযোগ আমলে নিয়ে গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জারির আদেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ২২ মে সবুজ ও মামলার বাদী নিহত মিঠুর ভাই ইস্রাফিল শেখসহ তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর পুলেরহাট বাজার থেকে মিঠু শেখকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় তফসিডাঙ্গার ইসমাইল ও খোলাডাঙ্গা-ধর্মতলার জনি। পরদিন আরিচপুর বিলের হলুদ ক্ষেতের মধ্যে মিঠুর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে নিহতের ভাই ইস্রাফিল বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটভুক্ত ৫ নম্বর আসামি হলো জনি (২৬)। মামলাটি বর্তমানে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন আছে। জনি পলাতক থাকায় এ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সবুজের আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর জানিয়েছেন, পুলিশ সবুজকে জনি নামে আটক করে কারাগারে পাঠিয়েছে। সবুজ যে জনি নয়, তার প্রমাণ হিসেবে আদালতে ড্রাইভিং লাইসেন্স ও জতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রমাণপত্র জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

সবুজের বাবা খাইরুল বিশ্বাস অভিযোগ করেন, তার ছেলে সবুজ পেশায় ট্রাকচালক। গত ১৭ ফেব্রুয়ারি কোতোয়ালি থানা পুলিশ তার নামে ওয়ারেন্ট আছে বলে আটক করে নিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তাকে মিঠু শেখ হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি জনি হিসেবে আদালতে সোপর্দ করে পুলিশ। বিষয়টি জানতে পেরে পুলিশকে বারবার বলেও সবুজ যে জনি নয়- সেটা বিশ্বাস করাতে পারিনি।

তবে আদালতের গ্রেফতারি পরোয়ানায় সবুজকে আটককারী যশোর কোতোয়ালি থানার এএসআই সোহেল রানা দাবি করেন, আটকের সময় সে নিজের নাম জনি বলে জানায়। স্থানীয়রাও তাকে এ নামে চেনে বলেও তিনি নিশ্চিত হয়েছেন। তাই বিধি অনুযায়ী গ্রেফতারি পরোয়ানায় তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

এদিকে সবুজের প্রতিবেশীরা জানায়, পুলিশের হাতে আটক হওয়া সবুজ হত্যা মামলার আসামি নয়। প্রকৃত আসামি কালোজনিকে আটক না করে পুলিশ তার পরিবর্তে সবুজকে কারাগারে পাঠিয়েছে। সবুজের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানান স্থানীয় আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলামও।

মামলার বাদী ইস্রাফিল শেখ কলেন, তার ভাইয়ের খুনের আসামি জনি। তবে আটক যুবক জনি না সবুজ সেটা তিনি জানেন না।

এর আগেও এমন আরেকটি ঘটনা ঘটেছিল। যশোরে শিরিন বেগম নামে এক নারীকে মাদক মামলায় আদালত সাজা দেওয়ার পর তার পরিবর্তে রেখা খাতুন নামে অপর এক নারীকে গ্রেফতার করে পুলিশ কারাগারে পাঠিয়েছিল। গত ৪ এপ্রিল আদালতের নির্দেশে মুক্তি পায় রেখা।