বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ে আগুন

- আপডেট সময় : ১২:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯ ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফারুক হোসেন।
প্রতক্ষদর্শীরা জানান, নগরীর বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ে দ্বিতীয় তলার কয়েন রাখার ভল্টে আগুন লাগে। এ সময় ব্যাংক কর্মকর্তা-কমচারীরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসতে থাকেন।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাংকের ভেতরের আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে। তবে ভল্ট অক্ষত রয়েছে।
ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় কয়েনের ভল্টে একটি চেয়ারে আগুন লেগেছিল। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিস দ্রুত কাজ শুরু করায় বড় ধরনের ক্ষতি হয়নি।