ঈমান কিনব না, বেচবও না: শামীম ওসমান

- আপডেট সময় : ১১:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮ ১৭৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, আমি ঈমান কিনব না, বেচবও না। এবার নির্বাচনে ফেল করলে বাড়িতে যামুগা। কী আর করবে; বেশি হলে মেরেই ফেলবে। মরতে তো একদিন হবেই।
শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া মোড়া এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, রাস্তা ভাঙা হলে আমার সমস্যা নেই। আমি তো ভাঙা রাস্তা দিয়ে গাড়িতে চড়ে যাব। সমস্যা তো হবে আপনাদের। এই সিস্টেম আর কতদিন চলবে? নির্বাচনের আগে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে কেন? আপনাদের বিবেক নেই, বিবেচনা নেই? আপনারা আমার থেকে ভালো বোঝেন।
তিনি বলেন, আমি কেন ভোট চাইবো? সমস্যা আমার নাকি আপনার? সমস্যা তো আপনার। আপনার ভালো জনপ্রতিনিধি প্রয়োজন। কারণ জনপ্রতিনিধি খারাপ হলে সমাজ নষ্ট হবে, এলাকায় উন্নয়ন হবে না। তাই আপনাকে যাচাই করে দেখতে হবে কোন জনপ্রতিনিধির আপনার প্রয়োজন। আমি যদি ভালো হই তাহলে আমার পক্ষে কাজ করবেন। আর ভালো না হলে আমার বিপক্ষে কাজ করবেন।
তিনি বলেন, আমাদের সময় মোটামুটি শেষ। আমরা এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবতেছি। আমি এখানে রাজনীতি করতে আসিনি। আমি আপনাদের ঘুম থেকে জাগিয়ে তুলতে এসেছি।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ আদালতের পিপি আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী খোকন, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক পৌর প্রশাসক মতিন প্রধান, নাসিক প্যানেল মেয়র-২ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।