সংবাদ শিরোনাম :
তুহিন মাহামুদের কবিতা “বসুন্ধরা”

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯ ৫৮ বার পড়া হয়েছে

ওরে হত্যা নয়,
হিংসা নয়,
বিদ্বেষ নয়,
রক্তপাত নয়,
শুধু ভালোবাসার হোক জয়
ওরে যুদ্ধ নয়,
গোলাগুলি নয়,
ধ্বংস নয়,
মৃত্যু নয়
শুধু মানবতার হোক জয়
ওরে বোমা নিক্ষেপ নয়,
আত্মঘাতী হামলা নয়,
মৃত্যুর মৌন মিছিল নয়,
সাম্প্রদায়িক আঘাত নয়
শুধু বিবেকের হোক জয়
ওরে লোভ নয়,
লালসা নয়,
ঘৃণা নয়,
দুঃস্বপ্ন নয়,
শুধু স্নেহ-মমতার হোক জয়
ওরে আজ তোরা এগিয়ে আয়
স্বপ্নের পথে ভালোবাসার দ্বারে
সত্য ও সুন্দরের চিরচেনা পথে।
যেখানে মনুষ্যত্ববোধের প্রতিধ্বণিত হয়।
শিশুকিশোরের ভবিষ্যৎ বোনা পথে
দু’হাত বাড়িয়ে দাও শ্রেষ্ঠ জীবের পরিচয় মেলে।
এ বিশ্ব হোক মানুষ ও মানবতার
মহান সৃষ্টি ও স্রোষ্টার সেতুবন্ধনতার।