সংবাদ শিরোনাম :
রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৭৭

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯ ১৬৪ বার পড়া হয়েছে

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা মাদক সেবন ও বিক্রির অভিযোগে অভিযুক্ত।
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৭১৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ১৬ গ্রাম ১১০৫ পুরিয়া হেরোইন, ৫১ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ১৮০ বোতল ফেন্সিডিল, ১৫ লিটার দেশী মদ ও ৮২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
২৮ মার্চ, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে।