কুর্মিটোলা হাসপাতালে ৭ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক

- আপডেট সময় : ০২:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯ ২০২ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক; রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের মধ্যে ৪০ জনকে বৃহস্পতিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এখানে চিকিৎসাধীন আছেন ৭ জন। বাকি ৩৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুন্নবী।
তিনি জানান, চিকিৎসাধীনদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কিছুক্ষণ পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হবে। শুক্রবার এ তথ্য প্রদানের সময় পরিচালকের সঙ্গে ছিলেন ঢামেকের বার্ন ইউনিটের প্রধান সামন্ত লাল সেন।
এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহিদুজ্জামান বনানীর বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আসেন।
মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বোরহান উদ্দিন জানান, বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১২০ জন আহত হয়। তাদের মধ্যে বর্তমানে ৫৬ জন রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর অন্যরা হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন।