সাংবাদিকদের হত্যা চেষ্টার ঘটনায় চ্যানেল এস এর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৩:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র জনতার গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম দোসর, রাষ্ট্রের শত কোটি টাকা আত্মসাৎ করা ঋণ খেলাপি ও ভুয়া মুক্তিযোদ্ধা চ্যানেল এস এর চেয়ারম্যান ইসমত কাদের গামা এবং তার সহযোগী সন্ত্রাসীদের কর্তৃক একাধিক সাংবাদিকদের হত্যার উদ্দেশ্য হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। অহাত সাংবাদিকদের পক্ষ থেকে হাফিজুর রহমান শফিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাদীর জবানবন্দি ও বাদীর বিজ্ঞ আইনজীবী এবি এম ইব্রাহিম খলিল এর শুনানির ভিত্তিতে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা শুমু চৌধুরী অভিযোগটি সরাসরি এজাহার হিসেবে গন্য করে ব্যাবস্থা গ্রহনের জন্য রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে আদেশ প্রদান করেন।
১) ইসমত কাদের গামা, চেয়ারম্যান চ্যানেল এস।
২/পান্না ভাইস চেয়ারম্যান, চ্যানেল এস।
৩/ মাইনুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর চ্যানেল এস।
৪/ সুজিত চক্রবর্তী, সিইও চ্যানেল এস। সহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন সশস্ত্র সন্ত্রাসীকে আসামি করা হয়েছে।
এজহার সূত্রে জানা যায়, গত ৮ আগষ্ট ২০২৪ শনিবার কয়েকজন সাংবাদিক চ্যানেল এস এর কর্তৃপক্ষের বিরুদ্ধে গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর, রাষ্ট্রীয় ব্যাংকের অর্থ লুটপাটকারী সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানী সংবাদ প্রকাশের উদ্যেশ্যে বক্তব্য জানতে বেশ এর কার্যালয় উপস্থিত হন। কর্তৃপক্ষ সংবাদকর্মীদের লক্ষ্য এবং পরিচয় জানার পর তাদেরকে একটি কক্ষে বসতে বলেন। এর কয়েক মিনিটের মধ্যেই চ্যানেল এস ভবনের আশপাশে অবস্থান করা ভাড়াটে সশস্ত্র অজ্ঞাত সন্ত্রাসী সহ প্রধান আসামিরা ওই সংবাদকর্মীদের হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এতে উপস্থিত সংবাদকর্মীরা গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়।
আহত সাংবাদিকরা ওই ঘটনায় রমনা থানায় এজার করার উদ্দেশ্যে একটি অভিযোগ দিলেও থানা পুলিশ মামলা নিতে তালবাহানা করেন।
মামলার বাদী হাফিজুর রহমান শফিক বলেন, চ্যানেল এস মূলত ছাত্র জনতার আন্দোলনের গণহত্যার অন্যতম সহযোগী। চেয়ারম্যান ইসমত কাদের গামা, সিইও সুজিত চক্রবর্তী, পান্না এবং মইনুল স্বৈরাচারী শেখ হাসিনার দোসর হিসেবে কাজ করত। সুজিত চক্রবর্তী নামের কর্মকর্তা মূলত র এর এজেন্ট। কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর এসব অভিযোগের সংবাদ প্রকাশ করার কথা শুনে আমাদের হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সকল আসামীর দৃষ্টান্তমূলক বিচার দাবি জানাচ্ছি।