ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিএনপি নেতা মাহিদুর রহমান নেতৃত্বের বিস্ময় Logo স্বৈরাচারের দোসর প্রধান বিচারপতির ধর্ম ছেলে পরিচয়ে মোজাম্মেলের অধর্ম! Logo রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আটক Logo স্কুলের ভেতরে নিয়মিত চলে তাশ ও জুয়া! Logo চাঁদা চাওয়ায় দাকোপে ৫ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা Logo ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আল আমিন সম্পাদক শামসউদ্দিন Logo বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে দুমকিতে ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত Logo সওজ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে প্রচারিত প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo বিপ্লবী গান, আবৃত্তি এবং কাওয়ালী গানে মেতেছে আশা বিশ্ববিদ্যালয় Logo ছত্রিশ টাকার নকলনবীশ প্রভাবশালী কোটিপতি!




গণপূর্তের নরসিংদী নির্বাহী প্রকৌশলী আফসারের সম্পদের পাহাড়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

কলাম হোসাইন সাব্বির:

ঢাকায় সম্পদের পাহাড় নরসিংদীতে চাকুরী নামের অবকাশ যাপন করছেন তিনি। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে গড়ে তুলেছেন শত কোটি টাকার সম্পদের পাহাড়। গণপূর্ত অধিদপ্তরের একজন নির্বাহী প্রকৌশলী হয়ে কিভাবে শত কোটি টাকার মালিক হয়েছেন আফছার উদ্দীন? ঢাকার গণপূর্তের মহাখালী ডিভিশনে থাকাকালীন তিনি অবৈধভাবে এই অর্থের মালিক হন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি নরসিংদী গণপূর্তে কর্মরত রয়েছেন, যা শাস্তি স্বরূপ বদলি বলে জানা গেছে।সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে জমা দেয়া এক অভিযোগপত্র থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আফছার উদ্দীন গণপূর্তের ঢাকার মহাখালী ডিভিশনে থাকার সময় হাজার কোটি টাকার প্রকল্পের কাজ করেছেন। এসব প্রকল্পের বেশিরভাগ কাজ তার নিজস্ব ঠিকাদারী প্রতিষ্ঠান দিয়ে করানো হয়েছিল।

এছাড়া গণপূর্তের তৎকালীন প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের ঘনিষ্ঠ হওয়ায় তিনি সব কাজ নিজের আয়ত্বে নিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। আফছার উদ্দীন সম্পর্কে দুদকে দেয়া অভিযোগে আরও বলা হয়েছে, তিনি ঠিকাদারদের সাথে সিন্ডিকেট করে ১৫ শতাংশ কমিশনের বিনিময়ে কাজ দিয়ে থাকেন। কমিশন না দিলে কোন ঠিকাদারকেই তিনি কাজ দেন না। তার বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির খবর প্রকাশ হওয়ার পর তাকে শাস্তি স্বরুপ নরসিংদী পূর্ত বিভাগে বদলী করে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, আফসার উদ্দিন গণপূর্তের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকালে তার নির্ধারিত বরাদ্দের বাইরে ঘুপচি টেন্ডার করে নামে বেনামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।এছাড়া তিনি ঠিকাদারদের কাজ দেওয়ার কথা বলে অগ্রিম ১৫ শতাংশ কমিশনের টাকা নিয়েও তাদের কাজ দেননি তিনি।

এমনকি কাজ না করেই ভূয়া বিল ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশও পেয়েছিলেন। তবে প্রধান প্রকৌশলীর আস্থাভাজন হওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থঅ নেয়া হয়নি।তিনি এপিপি ও থোক বরাদ্দের প্রকল্প পাশের ক্ষেত্রে ঠিকাদারদের কাছ থেকে ১৫ শতাংশের বেশি কমিশন নিয়ে থাকেন। কমিশন না দিলে ফাইল আটকেও রাখেন বলে অভিযোগ করেন ভুক্তভুগী ঠিকাদারেরা। নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন সাবেক চিফ ইঞ্জিনিয়ারের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতেন । অভিযোগে আরও বলা হয়েছে, তিনি অনিয়ম দূর্নীতির মাধ্যেমে প্রায় শতকোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। রাজধানীর ধানমন্ডিতে আলিশান ফ্ল্যাট কিনেছেন, যেটি মূলত তার ঘনিষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়া। এছাড়া, গুলশানে ৮ কাঠার প্লট কিনেছেন তার স্ত্রীর নামে, যার ঠিকানা: রোড-১৭/বি, প্লট-০৮, গুলশান-১,ঢাকা। তার স্ত্রীর নামে বসুন্ধরা সিটি মার্কেটের চতুর্থ তলায় সি ব্লকে দোকান নং-২৭/সি এবং ২৯/সি দুইটি দোকান ক্রয় করেছেন, যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। দোকান দুটি বর্তমানে ভাড়া দিয়েছেন। অভিযোগপত্র অনুযায়ী, তার সম্পদের মধ্যে আরও রয়েছে মোহাম্মদপুরের ৫৩/১, তাজমহল রোডে ৫ তলা ভবন, যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। মিরপুরের পল্লবীতে ৮ নম্বর রোডের ডি ব্লকে দুইটি ৫ কাঠার প্লট, উত্তরায় ১২ নম্বর সেক্টরে রয়েছে আলিশান বাড়ি, যার ঠিকানা বাসা নং ৫৭/এ, রোড-৯। এছাড়া, উত্তরার ১২ নং সেক্টর, রোড নং -৭, বাসা নং ৮৮/১ এর দ্বিতীয় ও চতুর্থ তলায় তার স্ত্রীর নামে রয়েছে ফ্ল্যাট। স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে কয়েক কোটি টাকা রয়েছে। এর বাইরে কানাডায় তার বন্ধুর কাছে হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করেছনে বলেও দুদকে দেয়া অভিযোগ উল্লেখ হয়েছে।

এ বিষয়ে কথা বললে নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন বলেন, আমার যে সম্পদ আছে তা সবই বৈধ সম্পদ। আমার ইনকাম ট্যাক্স ফাইলে সব প্রদর্শন করা আছে।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




গণপূর্তের নরসিংদী নির্বাহী প্রকৌশলী আফসারের সম্পদের পাহাড়!

আপডেট সময় : ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

কলাম হোসাইন সাব্বির:

ঢাকায় সম্পদের পাহাড় নরসিংদীতে চাকুরী নামের অবকাশ যাপন করছেন তিনি। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে গড়ে তুলেছেন শত কোটি টাকার সম্পদের পাহাড়। গণপূর্ত অধিদপ্তরের একজন নির্বাহী প্রকৌশলী হয়ে কিভাবে শত কোটি টাকার মালিক হয়েছেন আফছার উদ্দীন? ঢাকার গণপূর্তের মহাখালী ডিভিশনে থাকাকালীন তিনি অবৈধভাবে এই অর্থের মালিক হন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি নরসিংদী গণপূর্তে কর্মরত রয়েছেন, যা শাস্তি স্বরূপ বদলি বলে জানা গেছে।সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে জমা দেয়া এক অভিযোগপত্র থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আফছার উদ্দীন গণপূর্তের ঢাকার মহাখালী ডিভিশনে থাকার সময় হাজার কোটি টাকার প্রকল্পের কাজ করেছেন। এসব প্রকল্পের বেশিরভাগ কাজ তার নিজস্ব ঠিকাদারী প্রতিষ্ঠান দিয়ে করানো হয়েছিল।

এছাড়া গণপূর্তের তৎকালীন প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের ঘনিষ্ঠ হওয়ায় তিনি সব কাজ নিজের আয়ত্বে নিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। আফছার উদ্দীন সম্পর্কে দুদকে দেয়া অভিযোগে আরও বলা হয়েছে, তিনি ঠিকাদারদের সাথে সিন্ডিকেট করে ১৫ শতাংশ কমিশনের বিনিময়ে কাজ দিয়ে থাকেন। কমিশন না দিলে কোন ঠিকাদারকেই তিনি কাজ দেন না। তার বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির খবর প্রকাশ হওয়ার পর তাকে শাস্তি স্বরুপ নরসিংদী পূর্ত বিভাগে বদলী করে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, আফসার উদ্দিন গণপূর্তের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকালে তার নির্ধারিত বরাদ্দের বাইরে ঘুপচি টেন্ডার করে নামে বেনামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।এছাড়া তিনি ঠিকাদারদের কাজ দেওয়ার কথা বলে অগ্রিম ১৫ শতাংশ কমিশনের টাকা নিয়েও তাদের কাজ দেননি তিনি।

এমনকি কাজ না করেই ভূয়া বিল ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশও পেয়েছিলেন। তবে প্রধান প্রকৌশলীর আস্থাভাজন হওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থঅ নেয়া হয়নি।তিনি এপিপি ও থোক বরাদ্দের প্রকল্প পাশের ক্ষেত্রে ঠিকাদারদের কাছ থেকে ১৫ শতাংশের বেশি কমিশন নিয়ে থাকেন। কমিশন না দিলে ফাইল আটকেও রাখেন বলে অভিযোগ করেন ভুক্তভুগী ঠিকাদারেরা। নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন সাবেক চিফ ইঞ্জিনিয়ারের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতেন । অভিযোগে আরও বলা হয়েছে, তিনি অনিয়ম দূর্নীতির মাধ্যেমে প্রায় শতকোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। রাজধানীর ধানমন্ডিতে আলিশান ফ্ল্যাট কিনেছেন, যেটি মূলত তার ঘনিষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়া। এছাড়া, গুলশানে ৮ কাঠার প্লট কিনেছেন তার স্ত্রীর নামে, যার ঠিকানা: রোড-১৭/বি, প্লট-০৮, গুলশান-১,ঢাকা। তার স্ত্রীর নামে বসুন্ধরা সিটি মার্কেটের চতুর্থ তলায় সি ব্লকে দোকান নং-২৭/সি এবং ২৯/সি দুইটি দোকান ক্রয় করেছেন, যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। দোকান দুটি বর্তমানে ভাড়া দিয়েছেন। অভিযোগপত্র অনুযায়ী, তার সম্পদের মধ্যে আরও রয়েছে মোহাম্মদপুরের ৫৩/১, তাজমহল রোডে ৫ তলা ভবন, যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। মিরপুরের পল্লবীতে ৮ নম্বর রোডের ডি ব্লকে দুইটি ৫ কাঠার প্লট, উত্তরায় ১২ নম্বর সেক্টরে রয়েছে আলিশান বাড়ি, যার ঠিকানা বাসা নং ৫৭/এ, রোড-৯। এছাড়া, উত্তরার ১২ নং সেক্টর, রোড নং -৭, বাসা নং ৮৮/১ এর দ্বিতীয় ও চতুর্থ তলায় তার স্ত্রীর নামে রয়েছে ফ্ল্যাট। স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে কয়েক কোটি টাকা রয়েছে। এর বাইরে কানাডায় তার বন্ধুর কাছে হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করেছনে বলেও দুদকে দেয়া অভিযোগ উল্লেখ হয়েছে।

এ বিষয়ে কথা বললে নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন বলেন, আমার যে সম্পদ আছে তা সবই বৈধ সম্পদ। আমার ইনকাম ট্যাক্স ফাইলে সব প্রদর্শন করা আছে।

Loading