শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জিয়া পরিষদের কমিটি গঠন: সভাপতি ড. আশরাফ, সম্পাদক ড. খালিদুর

- আপডেট সময় : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

গনিত বিভাগের অধ্যাপক ড. আশরাফ উদ্দিনকে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে জিয়া পরিষদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
২১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি গণিতের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. মুহম্মদ মোরাদ ও অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পরিসংখ্যানের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান ও ব্যবসায় প্রশাসনের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক আইপিই বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী মো. লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ পিএমই বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও মহিলা বিষয়ক সম্পাদক সমাজ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক নাদিয়া হক।
কমিটির ১০ জন কার্যনির্বাহী সদস্য হলেন- সমাজকর্মের অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, এফইটি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, গণিতের অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, অধ্যাপক ড. নাজনীন আখতার, অধ্যাপক ড. মোহাম্মদ এছহাক মিয়া, সিইই বিভাগের অধ্যাপক ড. মিছবাহ উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এসএম খুরশিদ আলম ও পিএসএস বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম