সিলেটে জাঁকজমক ভাবে এম্বিশন কোচিং হোমে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বদেশ বাংলা গ্রুপের প্রতিষ্ঠান এম্বিশন কোচিং হোমে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত মাধ্যমিক(এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিষ্ঠান থেকে ১৬ জন গোল্ডেন এ প্লাস(G.A+) ও ৩৮ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেন।
শনিবার(০৯ সেপ্টেম্বর) সিলেট নগরীর মদিনা মার্কেটে নিজস্ব ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম্বিশন কোচিং হোমের পরিচালক জনাব রাশেদুল কবির খোকন, মাহফুজ চৌধুরী ও অন্যতম পরিচালক সাইফুর রহমান খান মারুফ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এম্বিশন, ইউসিসি ও বিসিএস কনফিডেন্সের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, শাবিপ্রবি শিক্ষার্থী ও এম্বিশনের শিক্ষক আশিকুর রহমান আলভি, সাদিয়া ইসলাম ও সাবেক অনেক শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক রাশেদুল কবির খোকন শিক্ষার্থীদের কৃতি সাফল্যে তাদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন। তিনি বলেন, তোমরা পরিবার, সমাজ ও দেশের সম্পদ। তোমাদের এগিয়ে নিতে আমরা পূর্বে যেমন তোমাদের পাশে ছিলাম, অদূর ভবিষ্যতেও আমরা পাশে থাকবো।