জেনে নিন ইয়াবা সেবনকারীর শেষ পরিনতি!
- আপডেট সময় : ১০:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯ ২১১ বার পড়া হয়েছে
রায়হান মুন্না;- ইয়াবা এক নেশাজাতীয় টেবলেট। ইয়াবা এর শাব্দিক অর্থ হলো পাগলা ঔষধ। এটি ম্যাথঅ্যামফেটামিন ও ক্যাফেইন দ্বারা সংমিশ্রিত। তবে কিছু কিছু বিশেষজ্ঞদের মতে এই ইয়াবা ত্যাগ করা সহজ। কোন এক বিজ্ঞানীর মতে এ্যাডিকশন ফাস্ট ডোস কেন বি গোয়িং টু ডেথ। কথাটি সংক্ষিপ্ত হলেও ইহার ব্যাখা মারাত্মক ভয়ানক। আসক্তরা সেবনের ফলে আর্থিক ক্ষতিতো বটেই এর ফলে সমাজ, পরিবার থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যায়। আসক্তদের মাঝে সন্দেহ প্রবণতা বৃদ্ধি পায়। ফলে তারা আপন মানুষদেরও বিশ্বাস করতে চায়না। আর্থিক সংকটে আচ্ছন্ন হয়ে পড়ে। সেবনকারীরা খিটখিটে মেজাজের হওয়ার ফলে নির্মম ও নির্দয় স্বভাবের হয়ে পড়ে। এক পর্যায়ে নেশার টাকা জোগাড় করতে না পারায় কেউবা আবার অসামাজিক কাজে লিপ্ত হয়ে যায়। ইয়াবা সেবনকারীরা নেশায় আসক্ত হওয়ার কারণে প্রচন্ড একাকিত্ববোধ করে। ফলে তারা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।