সংবাদ শিরোনাম :
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া

আন্তজার্তিক ডেস্ক
- আপডেট সময় : ০৫:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

তিন দিনের মাথায় ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। ৭ মাত্রার এই ভূমিকম্পে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে দেশটির সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।
রয়টার্সের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল দেশটির মেলোনগুয়ান শহর থেকে ১৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ৬৪ কিলোমিটার গভীরে। প্রতিবেশী দেশ ফিলিপাইনেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
চলতি মাসেই দেশটিতে এ নিয়ে তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে গত ১০ জানুয়ারি তানিম্বার দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার এবং ১৬ জানুয়ারি উত্তর সুমাত্রায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
উল্লেখ্য, ২০১৮ সালে দেশটির পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।