ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শাবি ক্যাম্পাসে আন্দোলনকারীদের ছড়ানো গুজবে সয়লাব Logo সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে আন্দোলনকারীরা পুলিশের উপর হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে Logo জবিতে আজীবন ছাত্ররাজনীতি নিষিদ্ধ বিজ্ঞপ্তি প্রকাশ Logo শাবিতে হল প্রশাসনকে ভয়-ভীতি দেখিয়ে নোটিসে জোর পূর্বক সাইন আদায় Logo এবার সামনে আসছে ছাত্রলীগ কর্তৃক আন্দোলনকারীদের মারধরের আরো ঘটনা Logo আবাসিক হল ছাড়ছে শাবি শিক্ষার্থীরা Logo নিরাপত্তার স্বার্থে শাবি শিক্ষার্থীদের আইডিকার্ড সাথে রাখার আহবান বিশ্ববিদ্যালয় প্রশাসনের Logo জনস্বাস্থ্যের প্রধান সাধুর যত অসাধু কর্ম: দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ! Logo বিআইডব্লিউটিএ বন্দর শাখা যুগ্ম পরিচালক আলমগীরের দুর্নীতি ও ঘুষ বাণিজ্য  Logo রাজশাহীতে এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটনকে হয়রানিমূলক মামলায় বএিমইউজরে নিন্দা ও প্রতিবাদ




বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে

বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১৪ দফা আদায় এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এ জোট।

এর আগে সকাল থেকে জোটের মধ্যে থাকা দলগুলোর নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জোটের মধ্যে থাকা শীর্ষ নেতাদের সবাই সমাবেশে এসে পৌঁছাননি।

জোটের মধ্যে থাকা দলগুলো হলো-জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনিসারী পরিষদ ও রাষ্ট্রচিন্তা।

এদিকে গণতন্ত্র মঞ্চের সমাবেশ কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্য দিনের তুলনায় ব্যাপক সংখ্যক পুলিশকে প্রেস ক্লাবের সামনে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বর্তমান সরকার পদত্যাগ, রাষ্ট্র মেরামত, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে আজ সারাদেশে গণতন্ত্র মঞ্চ ছাড়াও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে বিএনপি ও তাদের সমমনা জোটগুলো।

বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এছাড়া সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য ও দুপুর ২টায় জাতীয়তাবাদী সমমনা জোটের জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে।

এলডিপিও দুপুর ২টায় পূর্ব পান্থপথের এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ শুরু

আপডেট সময় : ০৫:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১৪ দফা আদায় এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এ জোট।

এর আগে সকাল থেকে জোটের মধ্যে থাকা দলগুলোর নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জোটের মধ্যে থাকা শীর্ষ নেতাদের সবাই সমাবেশে এসে পৌঁছাননি।

জোটের মধ্যে থাকা দলগুলো হলো-জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনিসারী পরিষদ ও রাষ্ট্রচিন্তা।

এদিকে গণতন্ত্র মঞ্চের সমাবেশ কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্য দিনের তুলনায় ব্যাপক সংখ্যক পুলিশকে প্রেস ক্লাবের সামনে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বর্তমান সরকার পদত্যাগ, রাষ্ট্র মেরামত, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে আজ সারাদেশে গণতন্ত্র মঞ্চ ছাড়াও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে বিএনপি ও তাদের সমমনা জোটগুলো।

বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এছাড়া সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য ও দুপুর ২টায় জাতীয়তাবাদী সমমনা জোটের জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে।

এলডিপিও দুপুর ২টায় পূর্ব পান্থপথের এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে বলে জানা গেছে।