ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বুড়িচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনও’র! Logo ইবি উপাচার্যকে ১০লাখ ঘুষ প্রস্তাব এক তরুনীর! Logo মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে Logo ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাবি ছাত্রলীগের কার্যক্রম শুরু Logo থিয়েটার কুবির ইফতার মাহফিল Logo রাজধানীর শান্তিনগর বাজার নিয়ে শত কোটি টাকার লুটপাট Logo ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক Logo ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ Logo ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক Logo পুরান ঢাকায় জুতার কারখানার আগুন




রং বদলিয়ে সু-প্রভাত এখন সম্রাট পরিবহন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯ ১০৬ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি; রাজধানীর প্রগতি সরণি এলাকায় মঙ্গলবার সু-প্রভাত পরিবহনের বাসের চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহতের এক দিনের মাথায় সু-প্রভাতের বাস রাতারাতি রং বদলিয়ে সম্রাট হয়ে যাচ্ছে।

গাজীপুরা এলাকার এমরান হোসেন নামে একজন জানান, রাজধানীর সদরঘাট থেকে গাজীপুর মহানগরীর গাজীপুরা রুটে চলাচলকারী ‘সু-প্রভাত স্পেশাল বাস সার্ভিস’ পরিবহনের কিছু বাস রাতারাতি রং বদলিয়ে এখন হয়ে যাচ্ছে সম্রাট ট্রান্সলাইন (প্রা.) লি.।

তিনি জানান, বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় সু-প্রভাত পরিবহনের নাম মুছে সম্রাট পরিবহনের নামে পেন্টিং করতে দেখেছেন।

স্থানীয়রা জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) একজন শিক্ষার্থী মারা যাওয়ার পর রাতারাতি রং বদলে দিয়েছে সু-প্রভাত। এ কোম্পানির বিভিন্ন বাস রাতারাতি রং বদলিয়ে সম্রাট পরিবহনে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে।

এ ছাড়া গাড়ির মালিকরা তাদের সুবিধামতো কোম্পানিতে নিজেদের বাস অন্তর্ভুক্ত করতে ব্যস্ত রয়েছেন।

একাধিক শ্রমিক, বাসচালক ও সুপারভাইজারের সঙ্গে কথা বলে জানা গেছে, সু-প্রভাত স্পেশাল বাস সার্ভিসটির রুট পারমিট রাজধানীর সদরঘাট থেকে রামপুরা হয়ে উত্তরা পর্যন্ত। কিন্তু এক প্রভাবশালী পরিবহন নেতার প্রভাবের কারণে চলছে গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা পর্যন্ত। যেখানে ৭০টি বাস চলার অনুমতি রয়েছে, সেখানে চলছে প্রায় সাড়ে তিন শত বাস।

সু-প্রভাত পরিবহনের টঙ্গী স্টেশন রোডের সুপারভাইজার কামরুল ইসলাম জানান, সু-প্রভাত পরিবহনের বাসের রং বদলিয়ে অন্য পরিবহনের নামে চলার বিষয়টি তার জানা নেই। এটি মালিক কর্তৃপক্ষ বলতে পারবেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (দক্ষিণ) সহকারী কমিশনার মো. নজরুল ইসলাম জানান, কোনো কোম্পানির বাস অন্য কোম্পানিতে পদ্ধতিগতভাবে স্থানান্তর করতেই পারে। তবে সেটা দেখতে হবে বাসটি যে কোম্পানিতে যাচ্ছে সে কোম্পানিটির বৈধ অনুমোদন আছে কিনা। সু-প্রভাত পরিবহনের কোনো বাস অন্য কোম্পানির নামে পরিবর্তিত হচ্ছে- এমনটা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখছি।

তবে সু-প্রভাত পরিবহনের কোনো বাস এখন আর গাজীপুরে প্রবেশ করতে পারবে না বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




রং বদলিয়ে সু-প্রভাত এখন সম্রাট পরিবহন

আপডেট সময় : ১১:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯

গাজীপুর প্রতিনিধি; রাজধানীর প্রগতি সরণি এলাকায় মঙ্গলবার সু-প্রভাত পরিবহনের বাসের চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহতের এক দিনের মাথায় সু-প্রভাতের বাস রাতারাতি রং বদলিয়ে সম্রাট হয়ে যাচ্ছে।

গাজীপুরা এলাকার এমরান হোসেন নামে একজন জানান, রাজধানীর সদরঘাট থেকে গাজীপুর মহানগরীর গাজীপুরা রুটে চলাচলকারী ‘সু-প্রভাত স্পেশাল বাস সার্ভিস’ পরিবহনের কিছু বাস রাতারাতি রং বদলিয়ে এখন হয়ে যাচ্ছে সম্রাট ট্রান্সলাইন (প্রা.) লি.।

তিনি জানান, বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় সু-প্রভাত পরিবহনের নাম মুছে সম্রাট পরিবহনের নামে পেন্টিং করতে দেখেছেন।

স্থানীয়রা জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) একজন শিক্ষার্থী মারা যাওয়ার পর রাতারাতি রং বদলে দিয়েছে সু-প্রভাত। এ কোম্পানির বিভিন্ন বাস রাতারাতি রং বদলিয়ে সম্রাট পরিবহনে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে।

এ ছাড়া গাড়ির মালিকরা তাদের সুবিধামতো কোম্পানিতে নিজেদের বাস অন্তর্ভুক্ত করতে ব্যস্ত রয়েছেন।

একাধিক শ্রমিক, বাসচালক ও সুপারভাইজারের সঙ্গে কথা বলে জানা গেছে, সু-প্রভাত স্পেশাল বাস সার্ভিসটির রুট পারমিট রাজধানীর সদরঘাট থেকে রামপুরা হয়ে উত্তরা পর্যন্ত। কিন্তু এক প্রভাবশালী পরিবহন নেতার প্রভাবের কারণে চলছে গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা পর্যন্ত। যেখানে ৭০টি বাস চলার অনুমতি রয়েছে, সেখানে চলছে প্রায় সাড়ে তিন শত বাস।

সু-প্রভাত পরিবহনের টঙ্গী স্টেশন রোডের সুপারভাইজার কামরুল ইসলাম জানান, সু-প্রভাত পরিবহনের বাসের রং বদলিয়ে অন্য পরিবহনের নামে চলার বিষয়টি তার জানা নেই। এটি মালিক কর্তৃপক্ষ বলতে পারবেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (দক্ষিণ) সহকারী কমিশনার মো. নজরুল ইসলাম জানান, কোনো কোম্পানির বাস অন্য কোম্পানিতে পদ্ধতিগতভাবে স্থানান্তর করতেই পারে। তবে সেটা দেখতে হবে বাসটি যে কোম্পানিতে যাচ্ছে সে কোম্পানিটির বৈধ অনুমোদন আছে কিনা। সু-প্রভাত পরিবহনের কোনো বাস অন্য কোম্পানির নামে পরিবর্তিত হচ্ছে- এমনটা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখছি।

তবে সু-প্রভাত পরিবহনের কোনো বাস এখন আর গাজীপুরে প্রবেশ করতে পারবে না বলে জানান এ পুলিশ কর্মকর্তা।