বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে স্বাধীনতা দিবসের ব্যতিক্রমী আয়োজন

- আপডেট সময় : ০৮:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ১৯৪ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় একটি দিন। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে স্বাধীনতা দিবসের ম্যাতক্রমি ও অনাড়ম্বর এক আয়োজন করেছে।
‘পরম শ্রদ্ধায় স্মরণ করছি ৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধাদের যাঁদের মহান আত্মত্যাগ আর ভালবাসায় অর্জিত আমাদের বাংলাদেশ’ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা সম্ভ্রম ও জীবন বিসর্জন দিয়েছেন তাদের স্মরণ ও সম্মানে এমন শ্রদ্ধা নত স্লোগানে রাজধানীর একাধিক পয়েন্টে মুক্তিযুদ্ধের ভিডিও চিত্র প্রদর্শনের উদ্যোগ সম্পন্ন করেছে বলে জানান, সংগঠনের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল।
তিনি জানান, দেশ ভক্তির নিদর্শন স্বরূপ ঢাকা সিটি করপোরেশনের পাঁচটি স্থানে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের উদ্যোগে স্বাধীনতা নিদর্শন ভিডিও ক্লিপ প্রচারের ব্যবস্থা করা হয়।
গুলশান ২, কাকরাইল, মিরপুর ১০, সোনারগাঁ হোটেল মোড়, ধানমন্ডি ২৭ এই ৫টি স্থানের ডিসপ্লে বোর্ডে স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা ভিত্তিক ভিডিও ক্লিপ মাস ব্যাপী প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, দেশমাতিকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নয় মাস রক্তক্ষয় যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। শত বছরের দিশেহারা বাঙালি তাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেন।