পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন’ আহবায়ক কামাল নুরুল আমিন সদস্য সচিব

- আপডেট সময় : ১২:১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ৪১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন। কামাল আহবায়ক, নুরুল আমিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
২৩ ডিসেম্বর বিকাল ৪ টায় রাজধানীর বাগিচা চাইনিজ রেষ্টুরেন্টে প্রকৌশলী মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত প্রকৌশলীদের সর্ব সম্মতিক্রমে জেলা’র যেসব স্থায়ী বাসিন্দা যারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বিষয় পাশ করে ঢাকা ও তার আশে পাশে জেলায় কর্মরত তাদের নিয়ে পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়। সম্মেলনের মাধ্যমে একটি পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে প্রকৌশলী মোঃ কামাল হোসেনকে আহবায়ক ও প্রকৌশলী নুরুল আমিন কে সদস্য সচিব মনোনীত করে ৫১সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এই কমিটি একটি গঠনতন্ত্র তৈরী করে সেই মোতাবেক সদস্য সংগ্রহ করে ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কার্য নির্বাহী কমিটি নির্বাচিত করবেন।
উল্লেখ প্রায় দেড় বছর পূর্বে পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স ‘এসোসিয়েশন’ নামে একটি ফেসবুক গ্রুপ করে বিভিন্ন ভাবে প্রচারনা করে ও গুগল ফরম পুরনের মাধ্যমে প্রায় দুই হাজার প্রকৌশলীদের সদস্য করতে সক্ষম হয়।