ইতালীস্থ বৃহত্তর সিলেটের পক্ষে ইতালি আওয়ামীলীগ নেতাদের সংবর্ধনা

- আপডেট সময় : ০৬:৩০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২ ২১৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গণসংবর্ধনা দিয়েছে বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার। রোমে আয়োজিত এই গণসংবর্ধনায় বিপুল সংখ্যক সিলেট প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি ঘটে
বৃহত্তর সিলেট আওয়ামীলীগ পরিবার, ইতালি আয়োজিত এই গণসংবর জানায় আওয়ামীলীগের নেতারা সিলেটবাসীর জন্য ইতালি আওয়ামীলীগের দরজা খোলা বলে মন্তব্য করেছেন। আওয়ামী লীগের কর্মকাণ্ডে সিলেটবাসীদের আরও সম্পৃক্ত হবার আহ্বান জানিয়ে নেতারা বলেছেন, ইতালি আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে স্থান দেওয়া হবে সিলেটের অধিবাসীদের
আব্দুল্লাহ আল মনসুর মোহাম্মদ ওয়েজের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ নেতা জামিল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই গণ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউরোপিয়ান আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু সাঈদ খান, ইতালি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, শাহ আলম, নাপলী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদারসহ আরো অনেকে।
ইতালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃহত্তর সিলেট আওয়ামী লীগ পরিবারের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যোগ্যতা অনুসারে সিলেটবাসীদের দলে পদায়ন করা হবে।
গত ছয় নভেম্বর প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা লিখিতভাবে ইতালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুমোদন দেন।
এই সংবর্ধনা অনুষ্ঠানে, দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ইতালি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।