পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস
- আপডেট সময় : ০৫:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২ ৩৭৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাবের ঢাকা খিলক্ষেত থানা শাখার সভাপতি ইন্জিনিয়ার মোহাম্মদ আবদুল কুদ্দুস। তিনি শুভেচ্ছা বার্তায় বলেছেন-ঈদুল ফিতর বিশ্ব মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব।ঈদ সব শ্রেণী,পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রতি, ও ঐক্যের বন্ধন।এইদিন ধনী-গরিব,আশরাফ – আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঈদেে আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে।রহমত,মাগফিরাত ও নাজাতের মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর বিশ্ব মুসলিম জাতির জন্য মহা আনন্দের। তাই তিনি এই পবিত্র দিনে সবাইকে নিয়ে মিলে – মিশে গরীব-অসহায় ও দুখি মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।মহান আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে ঈদের খুশি পূণর্তা দান করুন এই দোয়া করি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সীমিত পরিসরে হলেও একটি মানুষও যেন বঞ্চিত না হয় আনন্দ থেকে। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময় এই শুভ প্রত্যয়ে আবারও “ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে
ইন্জিনিয়ার মোহাম্মদ আবদুল কুদ্দুস।
বিশেষ প্রতিনিধি দৈনিক আজকের বসুন্ধরা।
আহবায়ক -বাংলাদেশ প্রেস ক্লাব, খিলক্ষেত থানা শাখা,ঢাকা ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা মহানগর।