সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান হলেন আবদুল কাদির মোল্লা

- আপডেট সময় : ০৭:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ ২০২ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক: বেসরকারিখাতের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বনামধন্য শিক্ষা অনুরাগী, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আবদুল কাদির মোল্লা।
রোববার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে ১২৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান হন।
তিনি ব্যাংকের প্রতিষ্ঠাকালীন থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন। এ বিষয়ে কাদির মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, ব্যাংকের ইমেজ রক্ষায় সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।
আবদুল কাদির মোল্লা পোশাক ও বস্ত্রখাতের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। শতভাগ রফতানিকারক এ বৃহৎশিল্প গ্রুপের ১৬টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।
আবদুল কাদির মোল্লা বাংলাদেশ সরকারের সিআইপি (রফতানি) মর্যাদা ও জাতীয় রাজস্ব বোর্ডের ‘কর বাহাদুর’ পরিবারের সম্মাননা পান। ব্যবসা প্রশাসনে মাস্টার্স ডিগ্রিধারী একজন শিক্ষানুরাগী হিসেবেও সারাদেশে তার বেশ সুনাম রয়েছে।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি মজিদ মোল্লা ফাউন্ডেশনের অধীনে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, এন কে এম হাইস্কুল অ্যান্ড হোমস, আবদুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল ও পাঁচকান্দি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমাজসেবা, ধর্মীয় ও স্বাস্থ্যসেবায় তার অবদান সর্বজন বিদিত।