জোট পরিবর্তনের সম্ভাবনা যথেষ্ট: জাতীয় পার্টি

- আপডেট সময় : ১০:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮ ২১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ; জোট পরিবর্তনের সম্ভাবনা যথেষ্ট: জাতীয় পার্টি
জাতীয় পার্টির মহাসচিব ও মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘দেশের সর্বত্র জাতীয় পার্টির যথেষ্ট জনসমর্থন রয়েছে। নৌকা যেমন একটি ব্রান্ড, লাঙ্গলও একটি ব্রান্ড। আগামী নির্বাচনে দলীয় প্রতীকেই অংশ নেবে জাতীয় পার্টি।’
শুক্রবার পটুয়াখালীর দুমকি উপজেলার বাহেরচর গ্রামে নিজ বাড়িতে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটেই থাকছে কিনা এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, ‘জোট পরিবর্তনের সম্ভাবনা তো যথেষ্ট আছে। এটাকে ছোট করে দেখা যায় না।’
তিনি আরও বলেন, সারা দেশে নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচনী ট্রেন চালু রয়েছে। সেই ট্রেনে কে কোথায় যাবে তা এখনই বলা যাচ্ছে না। তবে শিডিউল অনুসারে নির্বাচন হওয়া উচিত। কমিশন ৭ দিন সময় পিছিয়েছে। এটিই যথেষ্ট।
জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা ৩০০ আসনেই মনোনয়ন দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দলের পার্লামেন্টারি কমিটি যাচাই-বাছাই শেষে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন।