পলিটিক্সের জবাব পলিটিক্স : কাদের

- আপডেট সময় : ০৩:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮ ৮০ বার পড়া হয়েছে

নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘পলিটিক্সের জবাব পলিটিক্স।’
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় মন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রের বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে ও সহিংসতার বিরুদ্ধে আমরা প্রস্তুত। রাজনৈতিকভাবে কেউ মোকাবিলা করতে আসলে আমাদের জবাবও রাজনৈতিক ভাবেই হবে, পলিটিক্সের জবাব পলিটিক্স। কিন্তু ভায়োলেন্স যদি কেউ করেন, সেটা বরদাস্ত করা হবে না। ভায়োলেন্সের জবাব জনগণ দেবে। আইন প্রয়োগকারী সংস্থাও এক্ষেত্রে সর্বদা প্রস্তুত থাকবে।’
আওয়ামী লীগের আগ্রহে নয়, ঐক্যফ্রন্টের আগ্রহকেই গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে রাজী হয়েছেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সবার সহযোগিতা পেলে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলেও জানান তিনি।
এ বৈঠকে আগামীকাল শুক্রবার থেকে নির্বাচন পর্যন্ত গণসংযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের উন্নয়ন কর্মসূচির কথা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।