সংবাদ শিরোনাম :
ইসির পদত্যাগ দাবিতে ১০ জানুয়ারি মানববন্ধন করবে বিএনপি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
অনলাইন প্রতিবেদন;
নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
আগামী ১০ জানুয়ারি সারা দেশের পৌরসভা ও মহানগরে এ কর্মসূচি পালিত হবে।
এ ছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনকে ‘ঘৃণাভরে স্মরণ করার জন্য’ আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী ৭ জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে বিএনপিসহ সব অঙ্গ-সংগঠন মানববন্ধন পালন করবে।
সোমবার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন।